Connect with us

Cricket News

IPL 2021: অবিশ্বাস্য হ্যাটট্রিক হার্সেল প্যাটেলের! মুম্বাইয়ের বিরুদ্ধে আগুন ঝরানো বোলিং করল ব্যাঙ্গালোর, রইল ভিডিও

Advertisement

গতকাল দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বি মুখোমুখি হয়েছিল। একদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ান মুম্বাই ইন্ডিয়ান্স এবং অন্যদিকে শক্তিশালী রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। টানটান উত্তেজনা খেলা শেষ হওয়ার কথা থাকলেও কালকের ম্যাচে ঘটে তার উল্টো ঘটনা। রীতিমতো লজ্জাজনকভাবে পরাজিত হয় রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। ৫৪ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে পৌঁছে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। গতকাল ম্যাচে রোহিত শর্মা এবং কুইন্টন ডি কক দুর্দান্ত শুরু করলেও শেষমেষ সবকটি উইকেট হারিয়ে মাত্র ১১১ রান সংগ্রহ করতে সক্ষম হয় মুম্বাই ইন্ডিয়ান্স। এদিকে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর জয়ের পাশাপাশি কালকের ম্যাচে গড়েছে একাধিক রেকর্ড।

বিরাট কোহলি পরপর দুই ম্যাচে দুটি অর্ধশত রান করেছেন। এছাড়া ফর্মে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল। মূলত বিরাট কোহলি এবং তার রানের উপর ভর করে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ১৬৫ রানের লক্ষ্যমাত্রা স্থির করতে সক্ষম হয়। প্রথমে দুর্দান্ত শুরু হলেও কুইন্টন ডি কক এবং রোহিত শর্মার উইকেট পড়ার সাথে সাথে খেলায় দুর্দান্ত প্রত্যাবর্তন করে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। ম্যাক্সওয়েল এবং যুজবেন্দ্র চাহাল মিডল ওভারে দুর্দান্ত বোলিং করেন। ইনিংসের ১৭ তম ওভারে এসে হার্সেল প্যাটেল মুম্বাই ইন্ডিয়ান্সের শিরদাঁড়া ভেঙে দেন। ১৭ তম ওভারের প্রথম বল একটি অতিরিক্ত রানের সাথে শুরু করলেও পরপর তিন বলে ৩ উইকেট তুলে নেন হার্সেল প্যাটেল।

ওভারের প্রথম বলে ফেরত পাঠান হার্দিক পান্ডিয়াকে। তারপরের বলে কায়রন পোলার্ডকে বোল্ড আউট করেন হার্সেল প্যাটেল। ওভারের তৃতীয় বলে রহুল চাহারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। আইপিএল ইতিহাসে এই প্রথমবারের মতো রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের হয় কোন বোলার হ্যাটট্রিক করলেন। তার হ্যাটট্রিকের সাথে সাথে মুম্বাই ইন্ডিয়ান্সের স্বপ্নভঙ্গ এবং রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর সেরা চারের দিকে আরও একধাপ এগিয়ে যায়। বর্তমানে ১২ পয়েন্ট নিয়ে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। এখনো পর্যন্ত ৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ওই একই সংখ্যক পয়েন্ট এবং কম রান রেট নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে পৌঁছে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।

Advertisement

#Trending

More in Cricket News