Connect with us

Cricket News

IND Vs WI: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি ভারত! দেখে নিন দুই দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ

Advertisement

আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে ভারতীয় দল। ইতিপূর্বে রোহিত শর্মার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। আজ রোহিত শর্মার নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ব্লু বাহিনী। ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষ অনেকটা শক্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞরা। ওডিআই সিরিজ হেরে বর্তমানে ক্যারিবিয়ান বাহিনী এখন ক্ষুধার্ত বাঘ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিপূর্বে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন ভারতীয় ওপেনিং ব্যাটসম্যান কে এল রাহুল। তাছাড়া ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ইতিমধ্যে সিরিজ ছাড়া হয়েছেন। তার স্থানে ভারতীয় স্কোয়াডে জায়গা পেয়েছেন কুলদীপ যাদব। প্রশ্ন এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কেমন হতে পারে ভারতীয় শক্তিশালী একাদশ?

ভারতীয় শক্তিশালী একাদশ: ঈশান কিশান, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব / শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, হার্সেল প্যাটেল, মহম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল।

ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী একাদশ: ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড (অধিনায়ক), জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ, আকেল হোসেইন ও শেলডন কটরেল/ডোমিনিক ড্রেকস।

Advertisement

#Trending

More in Cricket News