
ভারতীয় প্রিমিয়ার লিগের আসরে তাবড় তাবড় ক্রিকেটারদের উপস্থিতিতে কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং মজেছেন ঋষভ পন্থে। তিনি আইপিএলের সেরা ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছেন ঋষভ পন্থকে। তার মতে, ভবিষ্যতে রোহিত শর্মার বিকল্প হিসেবে একজন কিংবদন্তি অধিনায়ক রূপে ঋষভ পন্থ আত্মপ্রকাশ করবেন। আপনাদের জানিয়ে রাখি, দিল্লি এই মরশুমে পন্থ (১৬ কোটি), অক্ষর প্যাটেল (১২ কোটি), পৃথ্বী শ (৭.৫০ কোটি) ও অ্য়ানরিচ নোকিয়াকে (৬.৫০ কোটি) রিটেন করেছিল। একাধিক তারকা ক্রিকেটার বিহীন গতকাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করেছে দিল্লি ক্যাপিটালস। একাধিক তারকা ক্রিকেটারকে ছাড়াই এই অসম্ভব সাধন করেছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস।
দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিং এদিন সংবাদমাধ্যমে বলেন, ভবিষ্যতে ঋষভ পন্থ হবেন রোহিত শর্মার বিকল্প অধিনায়ক। তার নেতৃত্বে ভারতীয় দল এগিয়ে যাবে সামনে। ভারতীয় প্রিমিয়ার লিগে একটি দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া সহজ কাজ নয়। বিগত বছরের মতো এবছরও সেই দায়িত্ব অবলীলায় পালন করে চলেছেন ঋষভ পন্থ। ইতিপূর্বে আইপিএলের আসর থেকে বিশ্ব ক্রিকেটে একাধিক তারকা ক্রিকেটার উঠে এসেছে। বর্তমানে ঋষভ পন্থ ভারতের জাতীয় দলের সদস্য হলেও আগামীতে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ করবেন তিনি।
এদিকে গতকাল দিনের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৪ উইকেটের ব্যবধানে পরাজিত করে দিল্লি ক্যাপিটালস। মুম্বাইয়ের দেওয়া ১৭৮ রানের লক্ষ্যমাত্রা ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে, দিনের দ্বিতীয় খেলায় অসম্ভবকে বাস্তবে পরিণত করে ব্যাঙ্গালোরকে পরাজিত করেছে পাঞ্জাব কিংস। ব্যাঙ্গালোরের দেওয়া ২০৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা এক ওভার বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছিল মায়ানক আগারওয়ালের পাঞ্জাব কিংস। আজ দিনের একমাত্র খেলায় মুখোমুখি হবে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ, লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে গুজরাট টাইটান্স।
