Connect with us

Cricket News

IPL 2022: আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা মাত্র দুটি ম্যাচ, মেগা নিলামে পেলেন ১০ কোটি ৭৫ লক্ষ টাকা!!

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা ভারতীয় প্রিমিয়ার লিগের আসরে যে ততটা গুরুত্ব দেওয়া হয় না, তা আরো একবার প্রমান করলো গতকালকের মেগা অকশন। আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা মাত্র দুটি ম্যাচ। অথচ মেগা নিলামে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় বিক্রি হলেন ভারতীয় ক্রিকেটার হার্সেল প্যাটেল। আন্তর্জাতিক ক্যারিয়ারের দুটি ম্যাচ খেলে চারটি উইকেট দখল করেছেন হার্সেল। তবে ২০২১ মরশুমে আইপিএলের আসরে বিধ্বংসী হয়ে উঠেছিলেন হার্সেল প্যাটেল। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আইপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করার কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। তাছাড়া এখনো পর্যন্ত আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর তালিকায় ডোয়াইন ব্রাভোর সাথে যুগ্মভাবে অবস্থান করছেন তিনি।

গত বছর রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জার্সিতে মাঠ কাঁপিয়ে ছিলেন ভারতীয় এই ক্রিকেটার। নিয়মিত প্রতিটা ম্যাচে উইকেট দখল করেছেন তিনি। এমনকি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন হার্সেল প্যাটেল। বলতে গেলে, রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে প্লে-অফে তোলার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল হার্সেল প্যাটেলের। এত কিছুর পরেও প্রথম সুযোগে দলের রিটার্ন করেনি রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। অবশেষে মেগা অকশনে বিশাল অংকের টাকা দিয়ে তাকে আবার দলে প্রত্যাবর্তন করিয়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।

মেগা নিলামে তার পেছনে একাধিক ফ্র্যাঞ্চাইজি বাজী ধরবে এমনটা প্রত্যাশা করেছিলেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রত্যাশামতো তার নাম উঠতেই একাধিক ফ্র্যাঞ্চাইজি ঝাঁপিয়ে পড়ে তাকে দলে নেওয়ার জন্য। অবশেষে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় আবারো হার্সেল প্যাটেলকে নিজেদের শিবিরে ফিরিয়েছে।

Advertisement

#Trending

More in Cricket News