Connect with us

IPL League

৯০ মিনিটে শেষ করতে হবে ২০ ওভার! জানুন IPL 2021 এর নতুন চ্যালেঞ্জ

  • by

Advertisement

ভারতের সবচেয়ে বড় ক্রিকেটীয় কার্নিভাল, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ৯ এপ্রিল ২০২১ থেকে শুরু হতে চলেছে। সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বিবৃতি অনুযায়ী জানা যাচ্ছে যে আইপিএলের ২০২১ মরশুমের আগে কিছু নিয়ম পরিবর্তিত হতে চলেছে। সম্প্রতি বিসিসিআই জানিয়েছে যে প্রতিটি দলকে ৯০ মিনিটের মধ্যে তাদের ২০ ওভারের কোটা বাধ্যতামূলকভাবে সম্পন্ন করতে হবে।

৯০ মিনিটের মধ্যে তাদের ২০ ওভারের কোটা সম্পন্ন করার পাশাপাশি বিসিসিআই আরও জানায় যে আইপিএলের সকল ম্যাচে ন্যূনতম ওভার রেট প্রতি ঘণ্টায় ১৪.১১ ওভার। প্রতি ইনিংসের ৫ মিনিটের টাইম-আউটের সময়টুকুও নির্ধারিত ৯০ মিনিটের অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ ৮৫ মিনিট ম্যাচের জন্য আর ৫ মিনিট টাইম আউটে জন্য। এর আগে, ২০ তম ওভার ৯০ তম মিনিটে শুরু করা যেত বা তার আগে শুরু করলেও অসুবিধা ছিল না। কিন্তু ২০২১ আইপিএলের ম্যাচে সময় নিয়ে কড়া পদক্ষেপ নিল বিসিসিআই।

এছাড়াও, যদি ম্যাচ চলাকালীন কোন ধরনের বিলম্ব বা বিঘ্ন ঘটে, তাহলে প্রতি ওভার ৪ মিনিট ১৫ সেকেন্ড করে ধরে নিয়ে ৯০ মিনিট থেকে সময় কেটে নেওয়া হবে। ফ্লিডিং টিম বা ব্যাটিং টিম সময় নষ্ট করলে তাদের শাস্তির সম্মুখীন হতে হবে, পড়তে হবে জরিমানার মুখে। এর থেকে বোঝা যাচ্ছে আইপিএল ১৪ তম সংস্করণ খুব একটা সহজ হবে না খেলোয়াড়দের জন্য। এই সকল নিয়মগুলি মাথায় রেখেই শুরু হবে আইপিএল ২০২১। এই নিয়ম খেলাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে। পাশাপাশি ক্রিকেটারদের জন্য এই বিষয়টি বেশ বড় চ্যালেঞ্জে হয়ে উঠবে কারন ফিটনেস লেভেল সঠিক না থাকলে এই কড়া নিয়মের সাথে পাল্লা দেওয়া মুশকিল হবে।

এছাড়াও, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আসন্ন আইপিএলের জন্য সফট সিগন্যালের নিয়ম বন্ধ করেছে। এ বছরের আইপিএলের আপডেটেড পরিবেশে এএনআই-এর অনুমোদিত খেলায় বিসিসিআই পরিষ্কারভাবে বলেছে যে তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত নেওয়ার সময় মাঠের কর্মকর্তাদের সফট সিগন্যাল দিতে দেওয়া হবে না।

Advertisement

#Trending

More in IPL League