Connect with us

IPL League

IPL নিলাম LIVE : শাকিব আল হাসানকে কিনে নিল কলকাতা, মাক্সওয়েল খেলবে বিরাটের দলে

Advertisement

করোনা বিধি মেনেই চেন্নাইয়ে শুরু হয়েছে আইপিএল নিলাম। মোট ২৯৮ টি খেলোয়াড়ের নাম নথিভুক্ত রয়েছে এই তালিকায়। প্রতি মুহূর্তের আপডেটের জন্য চোখ রাখুন।

বিকেল ৪.২১ঃ বিশ্বসেরা ইংল্যান্ড ব্যাটসম্যান ডেভিড মালানকে কিনে নিল প্রীতির পাঞ্জাব কিংস। নিলামে তাঁর উপর বিনিয়োগ করা হল ১.৫০ কোটি।

বিকেল ৪.০৮ঃ ক্রিস মরিস গেলেন রাজস্থান রয়্যালসে। ১৬.২৫ কোটির অবিশ্বাস্য দামে নিলাম হল এই সাউথ আফ্রিকান ক্রিকেটারের।

বিকেল ৩.৫৪ঃ রাজস্থান রয়্যালসে গেলেন শিভম দুবে। নিলামে তাঁর দাম উঠলো ৪.৪ কোটি।

বিকেল ৩.৪৫ঃ ৭ কোটির বিরাট বিনিয়োগ করে ইংল্যান্ডের মইন আলিকে কিনল ধোনির চেন্নাই সুপার কিংস(CSK)।

বিকেল ৩ঃ৪১ : পাঞ্জাবের কিংসের সাথে মাথায় মাথায় টক্কর দেবার পর কলকাতা নাইটস রাইডার ৩.২০ কোটি টাকার বিনিময়ে কিনে নিল বাংলাদেশের অলরাউনডার শাকিব আল হাসানকে।

বিকেল ৩.৩০ঃ ১৪.২৫ কোটির বিরাট অঙ্ক বিনিয়োগ দিয়ে অস্ট্রেলিয়ার গ্লেন মাক্সওয়েল কে কিনল বিরাটের রয়েল চ্যালেনজারস ব্যাঙ্গালরস (RBC)। হাড্ডাহাড্ডি টক্করে তারা পিছনে ফেলল কেকেআর ও চেন্নাইকে।

Advertisement

#Trending

More in IPL League