Connect with us

IPL League

সামনেই আইপিএল নিলাম, স্টিভ স্মিথ কে ছাড়তে পারে রাজস্থান রয়্যালস

Advertisement

২০২১ আইপিএল নিলামে রাজস্থান রয়্যালস তাদের বর্তমান অধিনায়ক স্টিভ স্মিথকে ছেড়ে দিতে পারে। খুব অল্প সময়ের মধ্যেই স্মিথকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার প্রধান কারণ হতে পারে ২০২০ আইপিএল মরশুমে তাদের ব্যর্থতা এবং স্টিভ স্মিথের খারাপ পারফরম্যান্স। গত আইপিএলে রাজস্থান অষ্টম স্থানে তাদের খেলা শেষ করে।

যদিও স্মিথ শুরুটা ভালো করেছিলেন। শুরুর দিকে বেশ কয়েকটি ৫০ করেন। শুধু তাই নয়, শারজায় চেন্নাই সুপার কিংস ও কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে দলকে জয় ও এনে দেন। তবে তারপর তার ফর্মের অবনতি হতে থাকে এবং ২৫.৯১ অ্যাভারেজে ৩১১ শেষ করেন তিনি।
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজমেন্ট দলের থেকে আরো ভাল পারফরম্যান্স চাইছে এবং তারা যাতে প্লে-অফে কোয়ালিফাই করে সেদিকেও লক্ষ্য রাখছে।

২০১৮ আইপিএলে ১২.৫ কোটিতে স্টিভ স্মিথকে কেনে তারা। কিন্তু তার প্রাইজের প্রতি সুবিচার করতে পারেননি স্মিথ তাই হয়তো এই সিদ্ধান্ত নেওয়া হবে।
স্মিথকে বাদ দিলে রাজস্থান রয়্যালসকে নতুন অধিনায়ক খুঁজতে হবে। তখন তারা সঞ্জু স্যামসন কে অধিনায়ক করতে পারে। সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচে কেরালা কে নেতৃত্ব দিয়েছিলেন সঞ্জু। এখন দেখার সত্যিই সত্যিই কী রাজস্থান রয়্যালস স্মিথকে বাদ দেয় কী না।

Advertisement

#Trending

More in IPL League