
আইপিএলের ইতিহাসে ক্রিকেটপ্রেমীরা জঘন্যতম পারফরম্যান্স দেখল মুম্বাই ইন্ডিয়ান্সের। একটি-দুটি নয় বরং টানা আট ম্যাচে পরাজিত হয়ে প্রথম দল হিসেবে গ্রুপ পর্যায় থেকে বাড়ি ফেরা নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। শুধু তাই নয়, ব্যাট হাতে চরম ব্যর্থ হয়েছেন দলের অধিনায়ক রোহিত শর্মা। তবে আপনাদের জানিয়ে রাখি, শুধুমাত্র আইপিএলের আসরে ব্যর্থ হননি রোহিত, বরং ভারতীয় দল নেতা হওয়ার পর শ্রীলংকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চরমভাবে ব্যর্থ হয়েছিলেন রোহিত শর্মা।
বিষয়টি এবার বাধ ছাড়া হয়েছে ক্রিকেট প্রেমীদের জন্য। তাদের মতে, সর্বদা অন্যের কৃতিত্ব নিজের নামে চালিয়েছেন রোহিত শর্মা। আইপিএলের ক্ষেত্রে সবচেয়ে ভালো দল নিয়ে সাফল্য পেয়েছিলেন তিনি। মেগা নিলামে দল পরিবর্তন হতেই তার সাফল্যের ইতিহাস জনসম্মুখে প্রমাণিত। অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রেও রোহিত শর্মার সফলতা কিছুটা ঐরকম। বিরাট কোহলির তৈরি দল নিয়ে নিজেকে সফল অধিনায়ক হিসেবে প্রমাণ করার চেষ্টায় মগ্ন তিনি। অর্থাৎ দলের প্রতি তাঁর অবদান কোথায়? সোশ্যাল মিডিয়ায় এমন সব প্রশ্ন রীতিমতো উত্তাপের সৃষ্টি করেছেন ক্রিকেটপ্রেমীরা।
আপনাদের জানিয়ে রাখি, ২০২১ আইপিএলেও গ্রুপ পর্যায় থেকে বাড়ি ফিরছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আর চলতি আইপিএল তো ২ পয়েন্ট অর্জন করতে দিশেহারা হয়ে পড়েছে। অর্থাৎ আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স এখন প্লে-অফের স্বপ্ন নয় বরং কিভাবে ২ পয়েন্ট আর্জন করে পয়েন্ট টেবিলে নিজেদের খাতা খোলা যায় সেই দিকে ভ্রুক্ষেপ করছে। গতকাল লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষে ৩৬ রানে পরাজিত হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ফলশ্রুতিতে, টানা ৮ ম্যাচে পরাজিত হয়ে -১.০০০ রান রেট নিয়ে পয়েন্টস টেবিলে সবার নিচে অবস্থান করছে।
