
টাটা আইপিএলের আজ দিনের প্রথম খেলায় মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। ইতিপূর্বে গতকাল আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে পরাজিত করেছিল কলকাতা নাইট রাইডার্স। আজ দিনের প্রথম খেলায় মুম্বাই ইন্ডিয়ান্সের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঈশান কিশানের বিধ্বংসী কাল হয়ে দাঁড়ালো দিল্লি ক্যাপিটালসের জন্য। আপনাদের জানিয়ে রাখি, ২০২২ আইপিএল উপলক্ষে আয়োজিত মেগা অকশনে ঈশান কিশানকে ১৫.২৫ কোটি টাকায় দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। মেগা অকশনে সর্বাধিক মূল্যে বিক্রি হয়েছিলেন ভারতীয় এই ক্রিকেটার। তার ওপরে মুম্বাই শিবিরের ভরসা আরো জাগ্রত করলেন আইপিএলের প্রথম ম্যাচেই।
আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। ওপেনিং জুটিতে ঈশানের সাথে বিধ্বংসী ব্যাটিং করেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি ব্যক্তিগত ৪১ রানে সাজঘরে ফিরলেও ক্রিজের এক প্রান্তে দাঁড়িয়ে একাই লড়াই করেন ঈশান কিশান। দলের জন্য তিলক বর্মা ব্যক্তিগত ২২ রানের ইনিংস খেলেন। এছাড়া ঈশান কিশান অপরাজিত ৮১ রানের ইনিংস দলকে পৌঁছে দেয় ১৭৭ রানে। এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্সের অন্য কোন ব্যাটসম্যান পার হতে পারেননি দুই অঙ্কের কোটা। দিল্লির কুলদীপ যাদব ৪ ওভার বোলিং করে ১৮ রানের বিনিময়ে তুলে নেন তিনটি মূল্যবান উইকেট। তাছাড়া খলিল আহমেদ তুলে নেন দুটি উইকেট।
১৭৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথমেই উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে দিল্লি ক্যাপিটালস। ওপেনিং ব্যাটসম্যান পৃথ্বী শ-য়ের ৩৮ রানের ইনিংসে কিছুটা সম্বিৎ ফিরে পায় দিল্লি ক্যাপিটালস। ললিত যাদবের ৪৮ এবং অলরাউন্ডার অক্ষর প্যাটেলের ১৭ বলে ৩৮ রানের ইনিংসের ওপর ভর করে জয় তুলে নেয় ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। দিল্লির বিরুদ্ধে আজকের ম্যাচে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা বোলার জসপ্রিত বুমরাহ। ৪ উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় আইপিএলের সবচেয়ে তরুণ নির্ভর দল দিল্লি ক্যাপিটালস।
