Connect with us

Cricket News

IPL 2022: “টস হারলে ভালো হতো”, লখনউ-এর ৭৫ রানে হেরে সাফাই দিলেন শ্রেয়াস আইয়ার

Advertisement

ক্রিকেটের ক্ষেত্রে প্রত্যেক অধিনায়ক চান টসে জয়লাভ করতে। এরপর নিজের পছন্দ অনুযায়ী ব্যাটিং কিংবা বোলিং করতে। তবে ক্রিকেটের ইতিহাসে প্রথম কোন অধিনায়ক হিসেবে উল্টো গান গাইলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষে মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। যেখানে কে এল রাহুলের সাথে টস করতে নামেন শ্রেয়াস আইয়ার। এমনকি টসে জিতে যান তিনি।

এরপর প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন শ্রেয়াস আইয়ার। ফলশ্রুতিতে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে কে এল রাহুলরা। তবে দুর্ভাগ্যের বিষয় একটি বল না খেলে রান আউট হয়ে সাজঘরে ফেরেন রাহুল। এরপর কুইন্টন ডিককের অর্ধশতরানের উপর ভর করে ১৭৬ রান করে লখনউ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪.৩ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় কলকাতা নাইটরাইডার্সের ইনিংস। এর জেরে ৭৫ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হারেন শ্রেয়সরা।

ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে এসে অন্য গল্প শোনালেন শ্রেয়াস আইয়ার। তিনি বলেন, পিচ বুঝে উঠতে পারেনি আমরা। টস হওয়ার আগে কোচের সাথে এ বিষয়ে আলোচনা করেছিলাম। তবে আমাদের দুজনের সিদ্ধান্তই ভুল ছিল। এদিন টসে হারলে ভালো হতো। কারণ ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বল দেখি বল থেমে থেমে ব্যাটে আসছে। ১৫০-১৫৫ রান এই পিচের জন্য সঠিক লক্ষ্যমাত্রা ছিল। যেখানে লখনউ তার চেয়ে অনেক বেশি রান তুলেছিল। তাছাড়া ব্যাট হাতে আমাদের ব্যাটসম্যানদের ব্যর্থতা আমাদের পরাজয়ের প্রধান কারণ। তবে আগামী ম্যাচগুলোতে আমরা প্রত্যাবর্তনের সর্বোচ্চ চেষ্টা করব।

Advertisement

#Trending

More in Cricket News