
ব্যর্থতা যেন কিছুতেই পিছু ছাড়া হচ্ছে না বিরাট কোহলির। একের পর এক ম্যাচে ব্যর্থতার রেকর্ড গড়েই চলেছেন। তবে অল্প সময়ের জন্য নয় বরং দীর্ঘ তিন বছর ধরে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। এবার সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানালেন ক্রিকেটপ্রেমীরা। গতকাল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের অতি দুঃসময়ে দায়িত্বহীনের মত রান আউট হয়ে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। এরপর ক্রিকেটপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় রব তুলতে থাকেন,”অনেক হয়েছে এবার ক্ষান্ত দিন।”
গতকাল সুপার শনিবারের দ্বিতীয় খেলায় শক্তিশালী দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নেমেছিল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। প্রথম পাওয়ার প্লেতে মূল্যবান তিনটি উইকেট হারিয়ে ফেলে ব্যাঙ্গালোর। যেখানে ওপেনিং ব্যাটসম্যান অনুজ রাওয়াত, অধিনায়ক ফাফ ডু প্লেসিস এবং বিরাট কোহলির উইকেট ছিল। ফাফ ডু প্লেসিস আউট হয়ে সাজঘরে ফিরলে তার স্থানে মাঠে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে তার সাথে সঙ্গ দেননি কোহলি। সিঙ্গেল চুরি করতে গিয়ে ললিত যাদবের অব্যর্থ থ্রো-তে মাত্র ১২ রান করে প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি।
Virat kohli should open from rest of the matches that RCB have.
The only thing that can back Virat in form. Otherwise it will be big concern.#RCBvsDC— Sayam Ahmad (@Sayam__ahmad) April 16, 2022
We must drop @ImRo45 and @imVkohli till they succeed in domestic circuit. Enough of loyalty point encashment..
— Suvajit Banerjee (@SuvajitBanerj13) April 16, 2022
এই নিয়ে চলতি আইপিএলে দুইবার অল্পের জন্য রান আউট হলেন বিরাট। তবে ড্রাইভ দিয়ে নিজেকে বাঁচাবার কোন প্রচেষ্টাই করেননি কোহলি। আর এর পরেই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয় বিরাট কোহলিকে নিয়ে। উল্লেখ্য, চলতি আইপিএলে ছয় ইনিংসে কোহলি ১৯ গড়ে মাত্র ১১৯ রান করেছেন। আপনাদের জানিয়ে রাখি, গতকাল গ্রুপ পর্যায়ের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েল এবং দীনেশ কার্তিকের ঝড়ো ইনিংসের জন্য মহামূল্যবান ২ পয়েন্ট অর্জন করেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।
