Connect with us

Cricket News

IPL 2022: ধোনির সামনে মাথা নত হয়ে জাদেজা, স্যালুট দিয়ে সম্মান জানানো হলো পৃথিবীর সেরা ফিনিশারকে! রইল ভিডিও

Advertisement

পৃথিবীতে কিছু কিছু মানুষের আগমন ঘটে যারা নিজেদের কৃতকর্মের ফলে এমনিতেই সম্মান পেয়ে থাকেন। শুধু অর্থের বিনিময়ে নয়, হাজারো মানুষ সম্মান জানাতে সেইসব মানুষের সামনে মাথা নত করতেও দ্বিধাবোধ করেন না। সেই তালিকায় বহু আগে নিজের নাম লিখে ফেলেছেন ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। বিশ্বজুড়ে এমন কোন ক্রিকেটপ্রেমী নেই যে মহেন্দ্র সিং ধোনিকে ভালবাসেনা। নিজেকে এমন ভাবে প্রস্তুত করেছেন মহেন্দ্র সিং ধোনি যার কারণে বর্তমানে তিনি পৃথিবীর সেরা ফিনিশার হিসেবেও সম্মানিত হয়ে থাকেন।

গতকাল আরো একবার তার সেই ঝলক দেখল ক্রিকেট বিশ্ব। চলতি আইপিএলের শুরু থেকে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছে মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের প্রথম ম্যাচেই অর্ধশত রানের ইনিংস খেলেন নিজের অস্তিত্বের জানান দিয়েছেন তিনি। তবে পরাজয়ের ধারাবাহিকতা কিছুতেই কাটছিলনা চেন্নাই সুপার কিংসের। গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। তবে এক সময় ম্যাচ পুরোপুরি হাতছাড়া হয়ে গিয়েছিল চেন্নাইয়ের। মহেন্দ্র সিং ধোনির হাত দিয়ে শেষ বলে জয় তুলে নেয় চেন্নাই।

কেন মহেন্দ্র সিং ধোনিকে পৃথিবীর সেরা ফিনিশার বলা হয় তা গতকাল আরও একবার প্রত্যক্ষ করল ক্রিকেট বিশ্ব। মহেন্দ্র সিং ধোনি যখন ক্রিজে নামেন, ২৯ বলে চেন্নাই সুপার কিংসের প্রয়োজন ছিল ৫২ রান। সে সময় মহেন্দ্র সিং ধোনির সাথে জুটি বাঁধেন প্রিটোরিয়াস। দুজনের মিলিত প্রচেষ্টায় জয়ের দিকে অগ্রসর হতে থাকে চেন্নাই সুপার কিংস।

জসপ্রীত বুমরাহর ১৯তম ওভারে ১১ রানের পর শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ১৭ রান। জয়দেব উনাদকাটের প্রথম বলে এলবিডব্লু হলেন ১৪ বলে ২২ রান করা প্রিটোরিয়াস। তবে শেষমেষ তার সাজ ঘরে ফেরা হতাশার সৃষ্টি করেছিল চেন্নাই প্রেমীদের। এরপর মহেন্দ্র সিং ধোনির সাথে জুটি বাঁধেন ডোয়েন ব্র্যাভো। পরের বলে ডোয়াইন ব্রাভো স্ট্রাইক ফিরিয়ে দিলেন ধোনিকে। উনাদকাটের পরের চার বলে (তাঁর স্কোরিং শট এমন—ছয়, চার, দুই, চার) মহেন্দ্র সিং ধোনির আগ্রাসী ব্যাটসম্যান ম্যাচ জেতায় চেন্নাই সুপার কিংসের।।


এরপর অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে রবীন্দ্র জাদেজার দ্বারা। ম্যাচ জয়ের পরপরই মাঠে নেমে পড়েন জাদেজা। মাথা নত করে ধোনিকে সম্মান জানান সিএসকে অধিনায়ক। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেইসঙ্গে চেন্নাইয়ের এক সাপোর্ট স্টাফের স্যালুটের দৃশ্যও ভাইরাল হয়েছে।

Advertisement

#Trending

More in Cricket News