Connect with us

Cricket News

Chennai super kings: নেতৃত্বে পুরোপুরি ব্যর্থ জাদেজা, ফের চেন্নাইয়ের নেতৃত্বে মহেন্দ্র সিং ধোনি!!

Advertisement

আইপিএলের ইতিহাসে আরো এক নতুন অধ্যায়ের সৃষ্টি হল। নিজেই দলের নেতৃত্ব ছাড়লেন রবীন্দ্র জাদেজা। আইপিএলের মেগা আসর শুরু হওয়ার দুই দিন পূর্বে দলের নেতৃত্ব জাদেজার হাতে তুলে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। রবীন্দ্র জাদেজার হাত ধরে আইপিএলে যাত্রা শুরু করে চেন্নাই সুপার কিংস। অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর থেকে না নিজে খেলতে পারছিলেন, না দলকে সাফল্য দিতে পারছিলেন। শেষ পর্যন্ত সেই গুরু দায়িত্ব নিজে থেকেই ছেড়ে দিলেন রবীন্দ্র জাদেজা। দলের দায়িত্ব তিনি ফের তুলে দিলেন মহেন্দ্র সিং ধোনির হাতেই।

রবীন্দ্র জাদেজার নেতৃত্বে চলতি আইপিএলে এখনো পর্যন্ত ৮টি ম্যাচ খেলে ফেলেছে চেন্নাই সুপার কিংস। যেখানে ছয় ম্যাচে অধিনায়ক হিসেবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন রবীন্দ্র জাদেজা। বর্তমানে ৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলে প্লে-অফে পৌঁছানোর সূক্ষ্ম সুযোগ রয়েছে চেন্নাইয়ের হাতে। কঠিন সেই কাজ একমাত্র মহেন্দ্র সিং ধোনি করে দেখাতে পারেন বলে মনে করছেন রবীন্দ্র জাদেজা।


তাই স্বইচ্ছায় অধিনায়কত্ব ছেড়ে মুক্তভাবে আইপিএলে পারফরম্যান্স করতে চান রবীন্দ্র জাদেজা। আপনাদের জানিয়ে রাখি, চলতি আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছে মহেন্দ্র সিং ধোনি। ক্যাপ্টেন কুল আইপিএলের লাস্ট ফিনিশিং সফলতার সাথে শেষ করবেন বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। আগামী ম্যাচে উইকেটের পেছনে দাঁড়িয়ে আবারো দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে।

Advertisement

#Trending

More in Cricket News