
আইপিএলের ইতিহাসে চলতি মরশুমে সবচেয়ে বেশি বিফলতার মুখ দেখেছে চেন্নাই সুপার কিংস। শুরু থেকে টানা তিনটি ম্যাচে হেরে বর্তমানে পয়েন্টস টেবিলের দশে অবস্থান করছে রবীন্দ্র জাদেজার চেন্নাই। আপনাদের জানিয়ে রাখি, আইপিএলের মেগা আসর শুরু হওয়ার দু’দিন পূর্বে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়ে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তার স্থানে ডিফেন্ডিং দলের নতুন অধিনায়ক হন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তবে অধিনায়ক হিসেবে নিজের ক্যারিয়ার মোটেও ভালো শুরু করতে পারেননি জাদেজা। পরপর তিনটি ম্যাচে লজ্জাজনকভাবে হেরেছে তার দল।
চলতি আইপিএল একদমই ভালো শুরু হয়নি আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসের জন্য। পরপর তিনটি ম্যাচে পরাজিত হয়ে পয়েন্ট টেবিলের ১০ নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। এদিন শক্তিশালী পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫৪ রানের বিশাল পরাজয় চেন্নাইকে ঠেলে দিয়েছে ব্যাকফুটে। এদিন পাঞ্জাব কিংস প্রথমে ব্যাটিং করে ১৮০ রান করে। ১৮১ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে চেন্নাই সুপার কিংস ১২৬ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বাধিক ৫৭ রানের ইনিংসটি খেলেন শিভাম দুবে। এছাড়া মহেন্দ্র সিং ধোনি দলের খাতায় যুক্ত করেন ২৩টি রান। এর আগে দুটি ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ-এর বিরুদ্ধে ৬ উইকেটে পরাজিত হয় চেন্নাই সুপার কিংস।
এবার রবীন্দ্র জাদেজাকে পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং। চেন্নাই সুপার কিংসের বর্তমান অবস্থা দেখে হরভজন সিং বলেন, মহেন্দ্র সিং ধোনির ওপর ভরসা করার সময় শেষ। তিনি যেটুকু করবেন সেটুকুই তার সেরা পারফর্মেন্স হিসেবে ধরে নিতে হবে জাদেজাকে। দলের জন্য তার অবদান কখনোই ভোলার নয়। তবে এবার শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনির উপর ভরসা করা উচিত হবে না জাদেজার। ব্যাট-বল নেতৃত্বে দলের দায়িত্ব নিক রবীন্দ্র জাদেজা।
