
২০২১ সালের ভারতীয় প্রিমিয়ার লিগের খেলা ভারতে শুরু হলেও করোনা পরিস্থিতির জন্য বাধ্য হয়ে খেলা বন্ধ রাখতে হয় ভারতীয় ক্রিকেট বোর্ডকে। চলতি বছরের সেপ্টেম্বরে আরব আমিরাতে শুরু হতে চলেছে লীগের বাকি খেলাগুলো। এ উপলক্ষে ইতিমধ্যে সময়সূচীও প্রণয়ন করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। উক্ত খেলায় অংশ নেওয়ার জন্য প্রথম দল হিসেবে আজ দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়েলসের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলার ব্যক্তিগত কারণে খেলবেননা আইপিএল এর পরবর্তী অংশ। তারে স্থানে খেলতে পারেন এই পাঁচজনের একজন ক্রিকেটার।
১. ডেভন কনওয়ে: রাজস্থান রয়েলসের হয়ে উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারেন সঞ্জু স্যামসন। ব্যাটসম্যান হিসেবে দলে অন্তর্ভুক্ত হতে পারেন ডেভন ডেভন কনওয়ে। নিউজিল্যান্ডের এই ক্রিকেটার ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪৭৩ রান করেছেন।
২. অ্যালেক্স হেলস: ইংল্যান্ডের এই ক্রিকেটার নিয়মিতভাবে বিগ ব্যাশ, পাকিস্তান প্রিমিয়ার লিগ এবং সিপিএল খেলে থাকেন। তিনি ২০১৮ সালে রাজস্থান রয়েলসের হয়ে আইপিএলে অংশগ্রহণ করেছিলেন। তিনি ১৫ ইনিংস খেলে ৫৪৩ রান সংগ্রহ করেন।
৩. ইভেন লুইস: মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২০১৮-১৯ মৌসুমে আইপিএল খেলেছেন ইভেন লুইস। তিনি দেশের হয়ে ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করে ব্যক্তিগত ১৩১৮ রান করেছেন।
৪. কলিন মুনরো: কলিন মুনরো নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে থাকেন। তিনি ভারতীয় প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে আইপিএল খেলেছেন। তিনি ১৩টি ম্যাচ খেলে ব্যক্তিগত ১৭৭ রান করেছেন।
৫. জোস ইংলিস: 26 বছর বয়সী জোস ইংলিশ ২০১৪-১৫ সালে আইপিএল খেলেছেন। তিনি উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে পারেন এবারের আইপিএলের শেষ অংশে।
