
আইপিএল খেলছেন নাকি টেস্ট? প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের। হ্যাঁ, গতকাল আইপিএলের আসরের গুরুত্বপূর্ণ ম্যাচে টেস্ট খেলার দায়িত্ব নিয়েছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটার কায়রন পোলার্ড। আইপিএলের ইতিহাসে আরও একটি লজ্জাজনক অধ্যায় লিখলেন তিনি। চলমান রত আইপিএলে ব্যাট হাতে মোটেও ছন্দে নেই মুম্বাই ইন্ডিয়ান্সের নির্ভরযোগ্য ব্যাটসম্যান কায়রন পোলার্ড। আইপিএলের শুরু থেকে ধারাবাহিকভাবে ব্যর্থতার মালাগেতে চলেছেন তিনি। গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে এমন রেকর্ড গড়েছেন তিনি যা কখনই কোন ক্রিকেটার ভাঙতে চাইবেন না।
গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ফলশ্রুতিতে বাধ্য হয়ে প্রথমে ব্যাটিং করতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স। ঈশান কিশান এবং রোহিত শর্মার ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু করে মুম্বাই। তবে ওপেনিং ব্যাটসম্যান দ্বয় আউট হয়ে সাজঘরে ফিরতেই ধারাবাহিকভাবে উইকেট হারানো শুরু করে মুম্বাই ইন্ডিয়ান্স। দলের দুঃসময়ে অভিজ্ঞ ক্রিকেটার কায়রন পোলার্ড ১৪ বল মোকাবেলা করে ৪ রানের ইনিংস খেলেন তিনি। গুজরাটের বিরুদ্ধে ২৮.২৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করে আইপিএলের ইতিহাসে লজ্জার রেকর্ড গড়েছেন তিনি।
দশের অধিক বল খেলে এত কম স্ট্রাইক রেট আইপিএলের ইতিহাসে নেই অন্য কোন ব্যাটসম্যানের। যদিও শেষ মুহূর্তে টিম ডেবিটের ২১ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংস গুজরাটের সামনে বড় লক্ষ্যমাত্রা স্থির করতে সাহায্য করে। নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ৬ হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ১৭৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। তবে কায়রন পোলার্ডের ইনিংস নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এক ক্রিকেটপ্রেমী লিখেছেন,”যদি টেস্ট খেলার ইচ্ছা থেকেই থাকে তাহলে ইংল্যান্ডে কাউন্টি খেলতে যেতে পারতেন কায়রন পোলার্ড, ভুল প্লাটফর্মে এসে পড়েছেন তিনি।”
