Connect with us

IPL League

২০২১ আইপিএল-এ নতুন নামে ফিরছে ‘কিংস ইলেভেন পাঞ্জাব’

  • by

Advertisement

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১৪তম সংস্করণের প্রস্তুতি শুরু হয়েছে। আর আইপিএল নিয়ে ভক্তদের উত্তেজনা সবসময়ই তুঙ্গে থাকে। ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। যখন সব ফ্র্যাঞ্চাইজি এই অনুষ্ঠানের পরিকল্পনায় ব্যস্ত, পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি দলের নাম পরিবর্তন করতে চলেছে। গত কয়েক মৌসুমে দলটি ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। বরং এটি আইপিএলের সবচেয়ে কম পারফর্মিং দলের একটি এবং তিনটি দলের মধ্যে একটি যারা এখনো পর্যন্ত একবারও খেতাব জিততে পারেনি।

দিল্লি ফ্র্যাঞ্চাইজি কয়েক বছর আগে তাদের দলের নাম দিল্লি ডেয়ারডেভিলস থেকে দিল্লি ক্যাপিটালস এ পরিবর্তন করে। আশ্চর্যজনকভাবে দলটি পরের দুই মরশুমে প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে। পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি ‘কিংস ইলেভেন পাঞ্জাব'(Kings XI Punjab) থেকে দলের নাম পরিবর্তন করে রাখছে ‘পাঞ্জাব কিংস'(Punjan Kings)। ক্রিকবাজ-এর প্রতিবেদন অনুসারে, পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজিটি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাথে একটি আনুষ্ঠানিক মিটিং করেছে এবং এটাও বোঝা যাচ্ছে যে তারা এর জন্য প্রয়োজনীয় অনুমোদন পেয়েছে। এছাড়াও শোনা যাচ্ছে যে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি মুম্বাইয়ে কয়েকদিনের মধ্যে নতুন নামের একটি বিশাল উদ্বোধনের পরিকল্পনা করছে।

বিসিসিআই নিলামের জন্য একটি সংক্ষিপ্ত কোয়ারান্টাইন ক্লজ চালু করেছেঃ

ইতোমধ্যে এটাও বোঝা গেছে যে যারা নিলামে অংশ গ্রহণ করেছে তাদের জন্য বিসিসিআই একটি সংক্ষিপ্ত কোয়ারান্টাইন ক্লজ চালু করেছে। অংশগ্রহণকারীদের নিজেদের পরীক্ষা করাতে হবে এবং পরীক্ষার রিপোর্ট আসার আগে পর্যন্ত তাদের কোয়ারান্টিন করা হবে। বিসিসিআই তাদের বিবৃতিতে বলে, ‘খেলোয়াড়দের এবং নিলামে আসা ব্যক্তিদের অবিলম্বে কোয়ারান্টিন করা হবে। আরটি-পিসিআর পরীক্ষার ফলাফল না পাওয়া পর্যন্ত সকল ব্যক্তিকে তাদের নিজ নিজ কক্ষে কোয়ারান্টাইনে থাকতে হবে। সাধারণত নমুনা সংগ্রহের ৩-৪ ঘন্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে। যারা কোভিড-১৯ এর জন্য নেতিবাচক পরীক্ষা করেছে তারাই আইপিএল ২০২১ নিলামে অংশ নিতে পারবে।”

Advertisement

#Trending

More in IPL League