
দলের আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলের প্রথম সাক্ষাতে আইসিবির বিরুদ্ধে খুব বাজেভাবে হারতে হয়েছিল নাইটদের। তাই এই ম্যাচটা তাদের কাছে বদলার ম্যাচ।
এই ম্যাচে নামার আগে নাইট রাইডার্সের ব্যাটসম্যান থেকে বোলার সবাই নিজেকে অনুশীলনে ব্যস্ত রেখেছে। সেই অনুশীলনের ছবি কেকেআর তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে।
Some last-minute Fielding drills to be ready for the strong #AbuDhabi breeze! 🙅🏽♂#KKRHaiTaiyaar #Dream11IPL #KKRvRCB pic.twitter.com/m47HbN6rHk
— KolkataKnightRiders (@KKRiders) October 21, 2020
All aboard our Pace Express 🚂
Youth 🤝 Experience: Can't wait to see these two in action tonight! 😍@ShivamMavi23 #KKRHaiTaiyaar #Dream11IPL #KKRvRCB pic.twitter.com/gqzLiIBJWO
— KolkataKnightRiders (@KKRiders) October 21, 2020
শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতার সুপার ওভারে জয়ের প্রধান নায়ক ছিলেন এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলা লকি ফার্গুসন। এই কিউয়ি পেস বোলার ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করার পাশাপাশি সুপার ওভারে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। আজ বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স দুই আরসিবি স্টারকে আউট করার প্রধান দায়িত্ব থাকবে আগুনে পেস বোলার লোকৰ ওপর। ১৫ কোটির প্যাট কামিন্স এবারের আইপিএলে এখনো পর্যন্ত মাত্র ৩টি উইকেট পেয়েছেন। এছাড়া ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলও ফর্মে নেই। এই ম্যাচে কামিন্সের যেমন উইকেটের দরকার তেমনি রাসেল যদি বড় রান পেয়ে যায় আগামী ম্যাচগুলোর আগে কলকাতা নাইট রাইডার্সকে স্বস্তিতে রাখবে।
৯ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে থাকা কলকাতা আজ ২ পয়েন্ট পেলে ১২ পয়েন্টে চলে গিয়ে প্লে অফে ওঠার আরো কাছে পৌঁছে যাবে। আরসিবিকে হারিয়ে কেকেআর হারের বদলা নিতে পারে কী না সেটাই এখন দেখার।
