
দিল্লি ক্যাপিটালসকে বড় ব্যবধানে হারানোর পর কলকাতার সমর্থকরা যে আশা দেখতে শুরু করেছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে হেরে সেই আশা অনেকটাই হোঁচট খেয়েছে। কলকাতা নাইট রাইডার্সকে এখন প্লে-অফে কোয়ালিফাই করতে গেলে শেষ দুটো ম্যাচ জিততেই হবে। আজ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামা নাইটদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। প্রতিবারের মতো চেন্নাই এবার কঠিন প্রতিপক্ষ নয়, কলকাতার কাছে বরং প্রথম দল হিসাবে প্লে-অফ থেকে ছিটকে যাওয়া চেন্নাইয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে মরিয়া নাইটরা। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে আত্মবিশ্বাস অর্জন করা চেন্নাইয়ের লক্ষ্য এই ম্যাচেও ২ পয়েন্ট সংগ্রহ করে দর্শকদের খুশি করা।
কলকাতা নাইট রাইডার্সের এবারের আইপিএলে সবথেকে বড় সমস্যা তাদের ব্যাটিং ব্যর্থতা। এই ব্যাটিং ব্যর্থতার জন্যই তাদের এবারের আইপিএলে অনেক ম্যাচ হারতে হয়েছে। চেন্নাইয়ের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে ব্যাটসম্যানদের থেকে বড় রানের অপেক্ষায় রয়েছে কেকেআর সাপোর্টাররা। ব্যাটিং ব্যর্থ হলেও বোলিং তুলনামূলকভাবে ভাল হচ্ছে। চেন্নাই সুপার কিংসকে হারানোর জন্য দলের বোলারদের অনেক বড় দায়িত্ব রয়েছে। কলকাতার রান রেট যেহেতু – .৪৭৯ যা সানরাইজার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাবের থেকে অনেক কম তাই এই ম্যাচে বড় জয় পেয়ে রানরেটও বাড়াতে হবে কলকাতাকে। এই গুতুত্বপূর্ণ ম্যাচে আন্দ্রে রাসেলের প্রথম একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে। রাসেল যদি প্রথম একাদশে ফেরে তাহলে প্যাট কামিন্সকে বসতে হবে।
নাইট রাইডার্সের কাছে ম্যাচ জিততে হবে সেই চাপটা থাকলেও সিএসকে যেহেতু এবারের আইপিএল থেকে ছিটকে গেছে তাই তারা অনেক চাপমুক্ত হয়ে খেলতে পারবে। কলকাতার বিরুদ্ধে তাই ২ পয়েন্টের জন্য ঝাঁপাবে ধোনির দল।
একনজরে দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস ম্যাচের সম্ভাব্য প্রথম একাদশ :
কলকাতা নাইট রাইডার্স :
শুভমান গিল, নীতীশ রানা, রাহুল, ত্রিপাঠী, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), ইয়ন মর্গ্যান (অধিনায়ক), সুনীল নারিন, প্যাট কামিন্স/আন্দ্রে রাসেল, লকি ফার্গুসন, কমলেশ নাগারকোটি, প্রসিধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী
চেন্নাই সুপার কিংস :
রুতুরাজ গায়কোয়াড, ফ্যাফ ডু প্লেসিস, আম্বাতি রায়ডু, এম এস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), স্যাম কারান, এন জগদীশন, রবীন্দ্র জাদেজা, মিচেল সান্তনার, দীপক চাহার, মনু কুমার, ইমরান তাহির
