
আজকের দিনটা সব বাঙালির কাছে খুব কষ্টের দিন। আজ বিজয়া দশমী। মনের মধ্যে একটা দুঃখ। তবু এই দুঃখের মধ্যেই আমাদের আগামী বছরের দুর্গাপুজোর অপেক্ষা শুরু হয়ে যায়। বিজয়া দশমীতে বড়দের প্রণাম ও ছোটদের ভালবাসা জানাতে ভুলি না আমরা।
আজকের এই বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ থেকে শুরু করে ক্রীড়াজগতের মানুষরাও। কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে একটি শুভেচ্ছা ভিডিও পোস্ট করা হয়। যে ভিডিওতে কুমোরটুলির শিল্পী ইন্দ্রজিৎ পাল, সুজিত পাল এই দুজন কুমোরটুলির শিল্পীর কথা তুলে ধরা হয়।
শুভ বিজয়া
Amidst the subdued yet creatively inspired #DurgaPuja celebrations this year, Artisan Indrajeet Pal’s Coronasur strikes a powerful chord with the Kolkata spirit as we continue to fight against an invisible enemy. 📹#KKRHaiTaiyaar #Dream11IPL #ShubhoBijoya pic.twitter.com/8GfO9S8Qf8
— KolkataKnightRiders (@KKRiders) October 26, 2020
বিজয়ার দিনটা আমাদের কাছে বেরঙিন হলেও আজ বিজয়ার দিনে কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে। আজকের ম্যাচটা জিতলে প্লে-অফের আরো কাছে চলে যাবে নাইট রাইডার্স। বিজয়ার দিনে নাইটরা কিংসের বিরুদ্ধে তাদের বিজয়রথ প্রতিষ্ঠা করতে পারে কী না সেটাই এখন দেখার।
