
সানরাইজ হায়দ্রাবাদ আজ আইপিএলের অধিক গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষে ২২ গজে খেলতে নেমেছিল। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন সানরাইজ হায়দ্রাবাদ। পরিকল্পনামাফিক প্লে-অফে রাহুলদের বিপদে ফেলেছিল সানরাইজ হায়দ্রাবাদের স্পিনার ওয়াশিংটন সুন্দর। এক ওভারে ২ উইকেট দখল করে দুর্দান্তভাবে খেলায় প্রত্যাবর্তন করেছিল সানরাইজ হায়দ্রাবাদ।
তবে লখনউ সুপার জায়েন্টসের অধিনায়ক কে এল রাহুল এবং দীপক হুডার দুর্দান্ত ব্যাটিংয়ে লড়াইয়ে প্রত্যাবর্তন করে আইপিএলে অংশগ্রহণকারী এই নতুন ফ্র্যাঞ্চাইজি। দলের হয়ে দীপক হুডা মাত্র ৩৩ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এছাড়া অধিনায়ক কে এল রাহুল ৫০ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। নির্ধারিত ওভার ব্যাটিং শেষে লখনউ সুপার জায়েন্টস ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের হয়ে ওয়াশিংটন সুন্দর, শেফার্ড এবং টি নটরাজন দুটি করে উইকেট দখল করেন।
১৭০ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রথমেই আউট হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক উইলিয়ামসন। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন রাহুল ত্রিপাঠী। এছাড়া ক্যারিবিয়ান ক্রিকেটার নিকোলাস পুরান দলের খাতায় যুক্ত করেন ৩৪ রান। নির্ধারিত ২০ ওভার ব্যাটিং শেষে সানরাইজ হায়দ্রাবাদ ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলশ্রুতিতে ১২ রানের ব্যবধানে গ্রুপ পর্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে নেয় লখনউ। দলের হয়ে আবেশ খান ব্যক্তিগত চারটি, জেসন হোল্ডার ব্যক্তিগত দুটি এবং ক্রুনাল পান্ডিয়া ব্যক্তিগত দুটি উইকেট দখল করেন।
