
গতকাল আইপিএলে দুটি দলের পাশাপাশি ছিল দুই অধিনায়কের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার খেলা। আর যেখানে বাজিমাত করেছেন মহেন্দ্র সিং ধোনি। বিরাট কোহলির টিমকে ৬ উইকেটে পরাজিত করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে পৌঁছে গেছে চেন্নাই সুপার কিংস। আইপিএলের দ্বিতীয় অংশে এসে এখনও একটি খেলায়ও জয় লাভ করেনি রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। যেটি ইতিমধ্যে ব্যাঙ্গালোর শিবিরের চিন্তার অন্যতম কারণ হয়েছে। আইপিএলের প্রথম অংশে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর সাতটি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচে জয়লাভ করেছিল। কিন্তু বর্তমানের সেরা চারে পৌঁছানো বিরাটদের কাছে অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। একের পর এক ম্যাচে পরাজিত হয়ে বর্তমানে পয়েন্টস টেবিলের তৃতীয় নম্বরে রয়েছে তারা।
বিরাট কোহলি পরবর্তী ম্যাচে আরেক ডিফেন্ডিং চ্যাম্পিয়ান রোহিত শর্মার মুখোমুখি হবে। যেটি বিরাট কোহলির জন্য আরও চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এদিকে চেন্নাই সুপার কিংসের কাছে পরাজিত হওয়ার পর বিরাট কোহলি বলেন, আমরা আমাদের চাহিদা মত রান সংগ্রহ করতে পারেনি। একটি ভালো লক্ষ্যস্থির করলে আমরা অবশ্যই ম্যাচে একটি ভাল কিছু আশা করতাম। প্রথম ১০ ওভারে পর প্লিজ অনেকটা স্লো হয়ে গিয়েছিল। যে জন্য আমাদের ব্যাটসম্যানরা লক্ষ্য অনুযায়ী রান সংগ্রহ করতে পারেননি। তাছাড়া চেন্নাই সুপার কিংসের বোলাররা স্লোয়ার বল এবং ইয়র্কার বল দুর্দান্তভাবে কাজে লাগিয়ে ছিল আমাদের বিরুদ্ধে।
কিন্তু বোলিং করার ক্ষেত্রে আমরা ততটা চাপে ফেলতে পারেনি চেন্নাই সুপার কিংসকে। আমাদের লক্ষ্য উইকেট টু উইকেট বল করা থাকলেও আমরা সেটি করতে পারিনি। তাছাড়া চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা কোন সময় ম্যাচ থেকে বেরিয়ে যায়নি। একজন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলে দ্বিতীয় জন এসে তার জায়গা সঠিকভাবে ধরেছেন। আমাদের এই বিষয়ে এখনো অনেক কাজ করতে হবে দলের। সামনের ম্যাচে আমাদের লক্ষ্য থাকবে বিরোধীদলকে সঠিক পরিকল্পনার দ্বারা সমস্যায় ফেলার। তাছাড়া আমাদের মিডল অর্ডারের ব্যাটিং পরিকল্পনা সঠিকভাবে কার্যকরী হচ্ছে না। ওপেনিং ব্যাটসম্যান রান না পেলে মিডল অর্ডারের ব্যাটসম্যানরা একের পর এক প্যাভিলিয়নে ফেরত আসেন। এটি নিঃসন্দেহে আমাদের একটি খারাপ দিকে নিয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে লড়াইয়ে ফিরতে হবে।
