
ভারতীয় প্রিমিয়ার লিগের আজকের খেলা একই সময়ে পরস্পর মোকাবেলা করবে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম সানরাইজ হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস। আজকের দুটি ম্যাচই নির্ণায়ক না হলেও নিজেদের কিছুটা অগ্রগতি করতে পারে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। যদিও বর্তমানে পয়েন্টস টেবিলে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে। তাই আজকের ম্যাচ ততটা গুরুত্বপূর্ণ নয় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের কাছে। কারণ চেন্নাই সুপার কিংসকে টপকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে প্রবেশ করতে হলে আজকের ম্যাচে কমপক্ষে ১৬৩ রানের ব্যবধানে জয়লাভ করতে হবে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে। যেটি কখনোই সম্ভব নয়।
তাই আজকের ম্যাচে বেশ কিছুটা বদল দেখা যেতে পারে দুই দলেই। নিজেদের ক্রিকেটারদের আরো কিছুটা সুযোগ দিতে চাইবে এই দুই দল। রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আজ ব্যাটিং অর্ডারে কিছুটা পরিবর্তন করতে পারে। চলতি আইপিএলে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি অত্যন্ত সুকৌশলে অধিনায়কত্বের পরিচয় দিয়েছেন। তাদের অধিকাংশ ক্রিকেটার ফর্মে থাকলেও আইপিএলের দ্বিতীয় অংশে এখনো পর্যন্ত মন প্রসূত রান করতে পারেননি এবি ডি ভিলিয়ার্স। যেটুকু ব্যাটিং করার সুযোগ পেয়েছেন সেটি খুবই অল্প সময়ের জন্য। তাছাড়া বহুদিন ধরে ক্রিকেটের সাথে সরাসরি যুক্ত নেই এবি ডি ভিলিয়ার্স।
পূর্বের ম্যাচ গুলিতে এবি ডি ভিলিয়ার্স ব্যাটিং অর্ডারের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন। তাই খেলার ফেরার সুযোগ খুব কম হয়েছে তার। আজকে জয়-পরাজয় কোন কিছুই প্লে অফের তালিকা থেকে বাদ দিতে পারবেনা রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে। এদিকে প্লে-অফের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে। তার আগেই এবি ডি ভিলিয়ার্সের ফর্মে ফেরা প্রয়োজন। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, আজকের ম্যাচে বিরাট কোহলি এবি ডি ভিলিয়ার্সের পদোন্নতি করতে পারেন। অর্থাৎ সামনের সারিতে এসে ব্যাটিং করার সুযোগ পেতে পারেন ডি ভিলিয়ার্স। প্লে অফের আগে নিজের দলকে সাজিয়ে নিতে চাইবেন বিরাট কোহলি।
