
কি হলো বিরাট কোহলির? এ যেন ব্যর্থতার চরমসীমা উত্তীর্ণ করার খেলায় মজেছেন বিরাট কোহলি। গত মঙ্গলবার লজ্জার রেকর্ড গড়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। আইপিএলের গুরুত্ব ম্যাচে লখনউ এর খেলতে নেমে প্রথম বলেই “গোল্ডেন ডাক” পেয়েছিলেন রান মেশিন বিরাট কোহলি। তবে এই প্রথমবার নন, ইতিপূর্বে মোট চারবার আইপিএলের আসরে “গোল্ডেন ডাক” পেয়েছেন বিরাট কোহলি! শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। এর আগে ২০০৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম বলে আউট হয়ে যান বিরাট। একই ঘটনা ঘটে ২০১৪ সালে কিংস ইলেভেন পঞ্জাব (এখন পঞ্জাব কিংস) এবং ২০১৭ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। এছাড়া বিগত ম্যাচে লখনউ এর বিরুদ্ধে “গোল্ডেন ডাক” পেয়েছিলেন তিনি।
লজ্জার সেই ধারাবাহিকতায় যুক্ত হলো আরো একটি “গোল্ডেন ডাক”। এই নিয়ে বিরাট কোহলি প্রথম কোন আইপিএলের এক আসরে দ্বিতীয়বারের জন্য গোল্ডেন ডাক পেলেন। আজ সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে খেলতে নেমে প্রথমেই উইকেট হারান ব্যাঙ্গালোরের অধিনায়ক ডুপ্লেসিস। যখন দলের প্রয়োজন বিরাট কোহলির ব্যাট থেকে লম্বা ইনিংসের ঠিক সেই মুহুর্তে সবাইকে হতাশ করে “গোল্ডেন ডাক” পেয়ে সাজঘরে ফেরেন রান মেশিন বিরাট কোহলি।
আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নেমে প্রথম বলেই “গোল্ডেন ডাক” পান বিরাট। দক্ষিণ আফ্রিকান বোলার মার্কো জ্যানসেনের বলে মার্করামের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি। আপনাদের জানিয়ে রাখি, চলতি আইপিএলে বিরাট কোহলির সঙ্গে ব্যাটিং ব্যর্থতায় পাল্লা দিয়ে চলেছেন রোহিত শর্মা। আপনাদের জানিয়ে রাখি, চলতি আইপিএলে ৮ ইনিংসে কোহলি ১৫ গড়ে মাত্র ১১৯ রান করেছেন বিরাট কোহলি। যার মধ্যে ৪ ইনিংসে দশের কোঠা পার করতে পারেননি রান মেশিন। সাথে দুই ইনিংসে “গোল্ডেন ডাক” তো রয়েইছে। ফলশ্রুতিতে প্রথম একাদশ থেকে বিরাট কোহলিকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ফ্লপ বিরাট কোহলির স্থানে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
