Connect with us

Cricket News

MI Vs RCB: সেরা চারের লড়াইয়ে মুখোমুখি কোহলি-রোহিত! দেখে নিন আজকের বিধ্বংসী ম্যাচের সম্ভাব্য প্রথম একাদশ

Advertisement

আইপিএল ২০২১ এর ৩৯ তম ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্স ৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে। অন্যদিকে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। দুটি দলই আইপিএলের দ্বিতীয় অংশে প্রথম দুটি খেলায় পরাজিত হয়ে আজকে পরস্পরের মুখোমুখি হবে। আজকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স দলে অন্তর্ভুক্ত হতে চলেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। অন্যদিকে গত ম্যাচে ফর্মে ফিরেছেন রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। পাঁচবারের শিরোপাজয়ী মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য আজকের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের ম্যাচে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর জয়লাভ করলে এবারের আইপিএলে সেরা চারে প্রবেশের স্বপ্ন অনেকটাই দূরে চলে যাবে মুম্বাই ইন্ডিয়ান্সের।

ইতিপূর্বে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মধ্যে মোট ২৮ বার মুখোমুখি হয়েছে। যেখানে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স ১৭ বার পরাজিত করেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে। অন্যদিকে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ১১ বার জয়ী হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। যদিও এবারের আইপিএলে কোন অংশেই খেলায় ফিরতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। উল্লেখ্য, আইপিএলের এবারের আসরে প্রথম দল হিসেবে সেরা চারে জায়গা করে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আজকের দিনের প্রথম ম্যাচে পরস্পরের মোকাবেলা করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস আজকের ম্যাচে বিজয় অর্জন করতে পারলেই তারা দ্বিতীয় দল হিসেবে সেরা চারে জায়গা পাকা করে ফেলবে। তাছাড়া রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জন্য আজকের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজকের ম্যাচে তারা মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করতে পারলে ১৪ পয়েন্টস নিয়ে সেরা চারে প্রবেশের দোরগোড়ায় থাকবে। আজকের এই বিধ্বংসী মোকাবেলায় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ কেমন হতে চলেছে সেটি জেনে নেওয়া যাক-

রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি (c), দেবদত্ত পডিক্কাল, কেএস ভারত (wk), গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, টিম ডেভিড, ওয়ানিন্দু হাসারাঙ্গা/কাইল জেমিসন, শাহবাজ আহমেদ, হর্ষাল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল ও মোহাম্মদ সিরাজ

মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (c), কুইন্টন ডি কক (w), সূর্যকুমার যাদব, hanশান কিষান, কাইরন পোলার্ড, হার্দিক পান্ড্য/সৌরভ তিওয়ারি, ক্রুনাল পান্ড্য/অনুকুল রায়, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে, জাসপ্রিত বুমরাহ ও রাহুল চাহার

Advertisement

#Trending

More in Cricket News