Connect with us

Cricket News

IPL 2022: ফের ইডেন গার্ডেন্স কাঁপাবেন কোহলি! দিল্লির পরাজয়ে আত্মহারা ব্যাঙ্গালোরের সর্মথকরা

Advertisement

গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ শেষে চলতি আইপিএলে প্লে অফের চিত্রটা পরিষ্কার হয়েছে ক্রিকেটপ্রেমীদের সামনে। গুজরাট টাইটান্স, রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়েন্টস এবং রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর চলতি আইপিএলের প্লে অফ নিশ্চিত করেছে। যদিও ব্যাঙ্গালোরের প্লে-অফে পৌঁছানোর পেছনে গুরুদায়িত্ব পালন করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। নচেৎ চতুর্থ বিকল্প হিসেবে চলতি বছর আইপিএলের প্লে-অফ খেলার যোগ্যতা অর্জন করত দিল্লি ক্যাপিটালস।

গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৫ উইকেটে পরাস্ত হয়ে চলতি আইপিএলে গ্রুপ পর্যায়ে নিজেদের পথচলা শেষ করেছে দিল্লি ক্যাপিটালস। ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেমে গেল ঋষভ পন্থের দিল্লি। গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা। ফলশ্রুতিতে প্রথমে ব্যাটিং করতে নেমে দিল্লি ক্যাপিটালস ৭ উইকেট হারিয়ে মাত্র ১৫৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ১৬০ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ৫ উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।

চলতি আইপিএলে প্রথম কোয়ালিফাই ম্যাচে গুজরাটের বিপক্ষে মাঠে নামবে রাজস্থান। তাছাড়া এলিমিনেটর ম্যাচে শক্তিশালী লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষে মাঠে নামবে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। যে ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। প্রিয় ক্রিকেটারকে আবারও ইডেনের ২২ গজে রাজ করতে দেখতে চান তার সমর্থকরা। ২০১৯ সালে এই ইডেন গার্ডেন্সে শেষ শতরানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। আর সেই ইডেন গার্ডেন্সে বড় ইনিংস খেলবেন বিরাট এমনটি মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

#Trending

More in Cricket News