
ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ইতিমধ্যে ক্রিকেট বিশ্বে হাজারো রেকর্ড গড়েছেন। এবার তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে আরো একটি মাইলফলক স্পর্শ করলেন। গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে তিনি অনবদ্য ৫১ রানের ইনিংস খেলেন। আর তার সাথে সাথে তিনি এই মাইলফলক স্পর্শ করেন। শুধুমাত্র মাইলফলক স্পর্শ করা নয়, ডেভিড ওয়ার্নারকে টপকে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করলেন সেরাদের তালিকায়। যদিও আন্তর্জাতিক এবং ভারতীয় প্রিমিয়ার লিগের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। কিন্তু তার মধ্যে একাধিক রেকর্ড নিজের নামে অন্তর্ভুক্ত করছেন বিরাট কোহলি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে ১০,০০০ রান স্পর্শকারী হিসেবে পঞ্চম তম ব্যাটসম্যান হিসেবে নিজের নাম লেখালেন বিরাট কোহলি। বিরাট কোহলি গত ম্যাচে এই লক্ষ্য পূরণ করতে মাত্র ১৩ রানে পিছিয়ে ছিলেন। আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাটিং করে অর্ধশত রানের সাথে এই মাইলফলক স্পর্শ করেন। তিনি মোট ৩১৪ ম্যাচে ২৯৯ ইনিংস খেলে এই এলিট ক্লাবে প্রবেশ করেছেন তিনি। বর্তমানে তার টি-টোয়েন্টি ক্রিকেটে মোট সংগ্রহ ১০,০৩৪ রান।
ইতিপূর্বে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রান করার রেকর্ড গড়েছেন ক্রিকেট দানব ক্রিস গেইল। তিনি বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪ হাজার রান করার গৌরব অর্জন করেছেন। বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে তার মোট সংগ্রহ ১৪,২৭৫* রান। তারপরে রয়েছেন কারিবিয়ান ব্যাটসম্যান কায়রন পোলার্ড। তার ব্যক্তিগত সংগ্রহ ১১,১৯৫*। এর পরে ১০,৮০৮ রান নিয়ে তালিকায় রয়েছেন পাকিস্তানের শোয়েব আক্তার। এছাড়া এই তালিকায় ১০,০১৯* রান নিয়ে রয়েছেন ডেভিড ওয়ার্নার। আর সেখানে ডেভিড ওয়ার্নারকে পেছনে ফেলে ১০,০৩৪* রান নিয়ে তালিকায় চতুর্থ নম্বরে প্রবেশ করেছেন রান মেশিন বিরাট কোহলি।
