
গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৮ উইকেটে জয় নিশ্চিত করলেও প্লে অফের টিকিট এখনো অনেকটা দূরে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জন্য। এখনো নির্ভর করে থাকতে হবে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালসের মতে গুরুত্বপূর্ণ ম্যাচের উপর। গতকাল গুজরাটকে হারিয়ে মূল্যবান ২ পয়েন্ট সংগ্রহ করেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। যার সুবাদে ১৬ অংকের সাহায্যে চলতি আইপিএলে পয়েন্টস টেবিলের চতুর্থ স্থানে রয়েছে বিরাট কোহলির ব্যাঙ্গালোর।
তবে তাতেও দুশ্চিন্তা মুক্ত নন ফাক ডুপ্লেসিস। এর কারণ অবশ্য আর কিছুই নয়, নিকটতম প্রতিদ্বন্দ্বী দিল্লি ক্যাপিটালস। বর্তমানে দিল্লি ক্যাপিটাল ১৪ পয়েন্ট নিয়ে ব্যাঙ্গালোরের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। আইপিএলের গ্রুপ পর্যায়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটাল। উক্ত ম্যাচে কোন রকমে জয় নিশ্চিত করতে পারলেই রান রেটের উপর নির্ভর করে চলতি আইপিএলে ব্যাঙ্গালোরকে পেছনে ফেলে প্লে অফ নিশ্চিত করবে দিল্লি ক্যাপিটালস।
আর এই কারণেই রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের অধিনায়ক ডুপ্লেসিস আসন্ন মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচে মুম্বাইয়ের জন্য গলা ফাটাতে চলেছেন। আপনাদের জানিয়ে রাখি, চলমানরত আইপিএলে ছন্দ ছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স বর্তমানে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সর্বশেষে অবস্থান করছে। রোহিত শর্মার নেতৃত্বে মুম্বাই অবশ্যই চাইবে অন্তত জয়ের মাধ্যমে চলতি আইপিএলের সমাপ্তি ঘটাতে। যদি মুম্বাইয়ের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস পরাজিত হয় তবে ইডেন গার্ডেন্সে এলিমিনেটর ম্যাচ খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে।
