Connect with us

Cricket News

CSK vs KKR: আজ দুই শক্তিশালী দলের লড়াই, দেখে নিন কোলকাতা-চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ

Advertisement

মহেন্দ্র সিং ধোনি নাকি ইয়ন মরগান! কে করবে আজকে বাজিমাত? আজ আইপিএলের আসরের ৩৮ নম্বর খেলায় পরস্পরের মোকাবেলা করবে শক্তিশালী চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। সেরা চারের লড়াইয়ে এটি একটি অতি গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। আজ কলকাতাকে পরাজিত করতে পারলে সেরা চারে নিজেদের জায়গা পাকা করে ফেলবে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে কলকাতা আজকের ম্যাচে জয়লাভ করলে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে তৃতীয় নম্বরের নিজেদের জায়গা করে নেবে। বর্তমানে চেন্নাই সুপার কিংস ১৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স ৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে।

অন্যদিকে গতকালকের প্রথম খেলায় রাজস্থান রয়েলসকে পরাজিত করে সেরা চারের প্রথম দল হিসেবে জায়গা করে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তাছাড়া দিনের দ্বিতীয় খেলায় সানরাইজ হায়দ্রাবাদকে ৫ রানের ব্যবধানে পরাজিত করেছে পাঞ্জাব কিংস। আইপিএলের আসরে আজকে দুটি হাড্ডাহাড্ডি খেলা অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম ম্যাচে কলকাতার মুখোমুখি চেন্নাই এবং দিনের দ্বিতীয় ম্যাচে মুম্বাইয়ের মুখোমুখি হবে ব্যাঙ্গালোর। এদিকে গত ম্যাচে চেন্নাই সুপার কিংস রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে পরাজিত করে আজ কলকাতার বিরুদ্ধে খেলতে নামবে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স গত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে লজ্জাজনকভাবে পরাজিত করে আজ চেন্নাইয়ের মুখোমুখি হতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক, এই শক্তিশালী দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হতে চলেছে-

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: ফাফ ডু প্লেসিস, রুতুরাজ গায়কওয়াড, মইন আলী, সুরেশ রায়না, আম্বাতি রায়ুডু, এমএস ধোনি (w/c), রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার ও জোশ হ্যাজেলউড

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, ইয়ন মরগান (গ), দীনেশ কার্তিক (ডব্লিউ), আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী ও প্রসিদ কৃষ্ণ

Advertisement

#Trending

More in Cricket News