
আইপিএলে আজকের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্স। গতকাল সানরাইজ হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে ৬১ রানে হায়দ্রাবাদকে পরাজিত করে প্রথম ম্যাচেই বাজিমাত করেছে রজস্থান। এদিকে বিগত ম্যাচে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর পাঞ্জাব কিংসের সামনে ২০৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা রাখলেও এক ওভার বাকি থাকতেই সেই রান তুলে নেয় পাঞ্জাব কিংস। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে পরাজিত করে আইপিএল যাত্রা শুরু করেছে।
আজ আইপিএলের ষষ্ঠ ম্যাচে শক্তিশালী দুইদলের মোকাবেলা আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছেন আকাশ চোপড়া। বিগত ম্যাচে ব্যাঙ্গালোরের অধিনায়ক ডুপ্লেসি ৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। তাছাড়া আগ্রাসী ব্যাটিং করেছিলেন বিরাট কোহলি সহ দীনেশ কার্তিক। আজকের ম্যাচে কলকাতার বিরুদ্ধে টক্কর দেবে ব্যাঙ্গালোর, এমনটা ভবিষ্যদ্বাণী করেছেন সুরেশ রায়না। দেখে নিন, চিরপ্রতিদ্বন্দ্বী ২ শক্তিশালী দলের প্রথম একাদশ কেমন হতে পারে-
রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সম্ভাব্য শক্তিশালী একাদশ: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), শেরফেন রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ডেভিড উইলি, হর্ষাল প্যাটেল, শাহবাজ আহমেদ, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য শক্তিশালী একাদশ: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, সুনিল নারাইন, মোহাম্মদ নবী, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), টিম সাউদি, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব।
