Connect with us

Cricket News

KKR Vs PBKS: বলে উমেশ, ব্যাটিংয়ে আন্দ্রে রাসেল! পাঞ্জাবকে পরাজিত করে পয়েন্টস টেবিলে বিশাল পরিবর্তন আনলো কলকাতা

Advertisement

গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটের ব্যবধানে পরাজিত করে ম্যাচ জিতছে কলকাতা নাইট রাইডার্স। ইতিপূর্বে চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স একটি ম্যাচে জয়ী এবং একটি ম্যাচে পরাজিত হয়েছিল। গতকাল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্টস টেবিলে বিশাল পরিবর্তন আনল কলকাতা নাইট রাইডার্স। ইতিপূর্বে নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে পরাজিত করে আইপিএল যাত্রা শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় ম্যাচে অবশ্য রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের কাছে হেরেছিল কলকাতা নাইট রাইডার্স।

গতকাল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬ উইকেটে জয় তুলে নেয় শ্রেয়াস আইয়াররা। যদিও গত কালকের ম্যাচে জয় তুলে নেওয়াটা একেবারে সহজ ছিল না কলকাতার জন্য। তবে বল হতে উমেশ যাদবের ৪ উইকেট এবং ব্যাট হাতে মাত্র ৩১ বলে আন্দ্রে রাসেলের ৭০ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ম্যাচ জেতে কলকাতা নাইট রাইডার্স। এর ফলে আইপিএলে এখনো পর্যন্ত তিনটি ম্যাচ খেলতে নেমে দুটি ম্যাচে জয় নিশ্চিত করেছে কলকাতা। এক নজরে দেখে নিন পয়েন্টস টেবিলে কলকাতার অবস্থান-

১. কলকাতা নাইট রাইডার্স- ৪ পয়েন্টস, রান রেট (+.৮৪৩)

২. রাজস্থান রয়্যালস- ২ পয়েন্টস, রান রেট (+৩.০৫)

৩. দিল্লি ক্যাপিটালস- ২ পয়েন্টস, রান রেট (+.৯১৪)

৪. গুজরাট টাইটান্স- ২ পয়েন্টস, রান রেট (+.২৮৬)

৫. লখনউ সুপার জায়েন্টস- ২ পয়েন্টস, রান রেট (-.০১১)

৬. রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর- ২ পয়েন্টস, রান রেট (-.০৪৮)

৭. পাঞ্জাব কিংস- ২ পয়েন্টস, রান রেট (-১.১৮৩)

এছাড়া চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজ হায়দ্রাবাদ এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে পথচলা শুরু করতে পারেনি।

Advertisement

#Trending

More in Cricket News