Connect with us

Cricket News

Kolkata Knight Riders: এই ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে পেতে মরিয়া কলকাতা, সাথে রাখতে চলেছে চেন্নাইয়ের এই অলরাউন্ডারকে

Advertisement

প্লেয়ার রিটেনশনের পর এবার চোখ মেগা অকশনের দিকে। প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি মরিয়া তাদের পছন্দের দল গঠন করতে। ভারতীয় প্রিমিয়ার লিগ মানে অর্থের ফুলঝুরি। সাথে এক গাদা তারকা ক্রিকেটারের মেলা। তারপরে আবার আইপিএলের আসরে দুটি দলের বৃদ্ধিকরণ যেন জমজমাট মেলা। পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলো ভেঙে নবরূপে সজ্জিত করতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ইতিমধ্যে প্রাথমিক পর্বের কাজ শুরু করে দিয়েছে বিসিসিআই। পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলোকে সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার ধরে রাখার অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাছাড়া নতুন দুটি ফ্র্যাঞ্চাইজিকে মেগা অকশনের পূর্বে তিনজন করে ক্রিকেটার বেছে নেওয়ার অনুমতি দিয়েছে বিসিসিআই। এদিকে চলতি মাসের শেষে কিংবা বছরের শুরুতে হতে পারে মেগা অকশন।

তার পূর্বে পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলো মরিয়া হয়ে উঠেছে দলকে নতুনরূপে সাজাতে। কলকাতা নাইট রাইডার্স দীর্ঘদিন ধরে অধিনায়ক খুঁজে চলেছে। গৌতম গম্ভীরের পর একাধিক ক্রিকেটারের হাতে গেছে অধিনায়কত্ব। কিন্তু সাফল্য আসেনি কলকাতার ঝুলিতে। দীনেশ কার্তিক, ইয়ন মরগানের মত দুর্দান্ত ক্রিকেটাররা সামলেছেন কলকাতার দায়িত্ব। কিন্তু তারপরেও স্বপ্ন অধরা থেকে গেছে কলকাতা নাইট রাইডার্সের। তাই কলকাতার চোখ এবার মেগা অকশনের দিকে। ইতিপূর্বে রিটেনশনে তারা আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, ভেঙ্কটেশ আইয়ার এবং বরুণ চক্রবর্তীকে ধরে রেখেছে।

সূত্রের খবর, অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সের প্রথম পছন্দের তালিকায় রয়েছেন পাঞ্জাবের অধিনায়ক কে এল রাহুল। যদিও শোনা গেছে ইতিমধ্যে নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ বিশাল অংকের অর্থ অফার করেছে কে এল রাহুলকে পাওয়ার জন্য। সেক্ষেত্রে কলকাতার দ্বিতীয় পছন্দের তালিকায় রয়েছেন শ্রেয়াস আইয়ার। কমবয়স্ক এই ক্রিকেটার ইতিমধ্যে দিল্লি ক্যাপিটালসের জন্য দুর্দান্ত অধিনায়কত্ব করেছেন। অধিনায়ক হিসেবে অভিজ্ঞতার কমতি নেই তার। তাছাড়া শ্রেয়াস আইয়ারের বয়স এখন যথেষ্ট কম। সে ক্ষেত্রে দীর্ঘ সময়ের জন্য কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হতে পারেন শ্রেয়াস আইয়ার। তাছাড়া অলরাউন্ডার হিসেবে কলকাতা নাইট রাইডার্স ওত পেতে রয়েছে চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার শার্দুল ঠাকুরের জন্য। জানা গেছে তার জন্য যথেষ্ট পরিমাণ লড়াই করবে কলকাতা নাইট রাইডার্স।

Advertisement

#Trending

More in Cricket News