Connect with us

Cricket News

IPL 2022: IPL-পয়েন্ট তালিকায় অবনতি কলকাতার! দেখে নিন অর্ধেক ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কলকাতার অবস্থান!!

Advertisement

গতকাল মাত্র ৭ রানের ব্যবধানে রাজস্থানের বিপক্ষে হেরে বেকায়দায় পড়ল নাইট বাহিনী। এই নিয়ে টানা তিন ম্যাচে পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হলো শ্রেয়াস আইয়ারদের। গতকাল রাজস্থানের দেওয়া ২১৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১৯.৪ ওভারের সবকটি উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করতে সক্ষম হয় নাইট বাহিনী। এর ফলে হারের হ্যাটট্রিক গড়েন শ্রেয়াস আইয়াররা। সব মিলিয়ে চলতি আইপিএলে এটি কলকাতার চতুর্থ পরাজয়। তাই এর ধাক্কা পড়েছেন পয়েন্ট টেবিলেও।

অন্যদিকে, রাজস্থান রয়্যালস কলকাতাকে হারিয়ে লিগ টেবিলে নিজেদের অবস্থান মজবুত করেছে। তারা পাঁচ নম্বর থেকে একলাফে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। লিগ টপার গুজরাট লায়ন্সের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সঞ্জু স্যামসনরা। আপনাদের জানিয়ে রাখি, গতকাল কলকাতার বিরুদ্ধে চলতি আইপিএলে দ্বিতীয় শতরান করেছেন জস বাটলার। মূলত তাঁর রানে ভর করে কলকাতার বিরুদ্ধে ম্যাচে জিতে নেয় রাজস্থান। বর্তমানে ছয় মাসে চারটিতে জয় পেয়ে ৮ পয়েন্টসহ +০৩৮০ রান রেট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান।

এদিকে হারের হ্যাটট্রিক করে রীতিমতো সমস্যায় পড়েছে কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট টেবিলে উন্নতি তো হয়নি বরং রান রেটে বিরাট ফারাক এসেছে কলকাতার। আইপিএল যাত্রার অর্ধেক ম্যাচ খেলে ফেলেছে তারা। যেখানে মাত্র তিনটি ম্যাচে জয়লাভ করে ৬ পয়েন্ট অর্জন করেছে কলকাতা। লিগের দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কিছু করে না দেখাতে পারলে কলকাতার পক্ষে প্লে-অফে যাওয়া মুশকিল হয়ে দাঁড়াবে। বর্তমানে কলকাতার সংগ্রহে ৬ পয়েন্ট সহ +০.১৬০ রান রেট রয়েছে।

Advertisement

#Trending

More in Cricket News