Connect with us

Cricket News

Kolkata Knight Riders: মেগা অকশনে এই ৪ তারকা ক্রিকেটারকে কিনতে পারে নাইট রাইডার্স

Advertisement

২০২২ আইপিএল প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির জন্য নতুন করে দল সাজানোর সুবর্ণ সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে। তাইতো পুরনো ভুল শুধরে নতুনভাবে সাজাতে মরিয়া ফ্র্যাঞ্চাইজিগুলো। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে সর্বোচ্চ ৪ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। মেগা নিলামের জন্য ছেড়ে দিতে হবে বাকি সমস্ত ক্রিকেটারদের। চলতি মাসের শেষে কিংবা নতুন বছরের শুরুতে অনুষ্ঠিত হতে পারে মেগা অকশন। এই মেগা অকশনে যোগ দিতে চলেছে আরও দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি। তাই আইপিএল ২০২২ হতে চলেছে রীতিমতো জমজমাট। তারকা ক্রিকেটারদের দলে ধরে রাখতে ফ্র্যাঞ্চাইজিগুলো টাকার ফুলঝুরি করতেও প্রস্তুত। আসন্ন মেগা নিলামে কলকাতা নাইট রাইডার্স এই ৪ ক্রিকেটারের জন্য সর্বোচ্চ লড়াই করতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

১. ট্রেন্ট বোল্ট: চলতি বছর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন আইপিএল। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের রিটেন ক্রিকেটারের তালিকায় নাম নেই ট্রেন্ট বোল্টের। কলকাতা নাইট রাইডার্সের জন্য ইতিপূর্বে মাঠে নেমেছেন এই তারকা ক্রিকেটার। তাই পুনরায় তাকে দলে অন্তর্ভুক্ত করতে পারে কলকাতা শিবির।

২. মনিশ পান্ডে: একসময় কলকাতা নাইট রাইডার্সের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ছিলেন মনিশ পান্ডে। ২০১৭ সাল পর্যন্ত কলকাতার জার্সিতে মাঠে নেমেছেন তিনি। বর্তমানে সানরাইজ হায়দ্রাবাদ ছিল তার শিবির। পুনরায় এই তারকা ক্রিকেটারকে দলে ফেরাতে পারে কলকাতা নাইট রাইডার্স।

৩. মোহাম্মদ সামি : ২০১১-২০১৩ সাল পর্যন্ত কলকাতার জার্সিতে মাঠ কাঁপিয়ে ছিলেন মোহাম্মদ সামি। কিন্তু পরবর্তীতে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পেয়ে কলকাতা শিবির ছাড়েন মোহাম্মদ সামি। গত আইপিএলে খেলেছেন পাঞ্জাব কিংসের হয়ে। দূর্দন্ত সাফল্য এসেছে তার ক্যারিয়ারে। তাই প্রাক্তনকে ফিরে পেতে নিলামে সর্বোচ্চ চেষ্টা করতে পারে কলকাতা নাইট রাইডার্স।

৪. ইশান্ত শর্মা: ভারতীয় পেস বোলার ইশান্ত শর্মা একসময় কলকাতা নাইট রাইডার্সের নিয়মিত ক্রিকেটার হিসেবে মাঠে নামতেন। ২০০৮-২০১০ সাল পর্যন্ত কলকাতার জার্সি পড়ে মাঠে নেমেছেন তিনি। চলতি বছর দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। প্রাক্তন এই ক্রিকেটারকে আবার দলে ফিরিয়ে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স।

Advertisement

#Trending

More in Cricket News