
গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষে মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। মরণ বাঁচনের লড়াইয়ে মাত্র ২ রানে পরাজিত হয় কলকাতা নাইট রাইডার্স। তবে লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষে পরাজিত হলেও প্রশংসা কুড়িয়েছেন কলকাতার অবহেলিত ব্যাটসম্যান রিঙ্কু সিং। দীর্ঘ কয়েক বছর ধরে আইপিএল খেলার সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং। তবে অকশনে বিক্রি হলেও মাঠে নামার সুযোগ পাননি তিনি। চলতি আইপিএলে সেই সুযোগ পেতেই দুই হাতে কাজে লাগালেন তিনি।
চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সমস্ত ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতার পর আশার আলো জাগিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং। দীর্ঘ কয়েকটি ম্যাচে ব্যাট হাতে টানা রান করে এসেছেন তিনি। গতকাল প্রায় পরাজিত হওয়া ম্যাচ ফের জয়ের সন্নিকটে নিয়ে গিয়েছিলেন তিনি। শেষ ওভারে ২১ রান তোলার লক্ষ্যে ব্যাট করতে নেমে মার্কস স্টোইনিসের প্রথম বলে বাউন্ডারি হাকান ভারতীয় এই ক্রিকেটার। পরের দুই বলে দুটি ব্যাক টু ব্যাক ছক্কা মারেন নাইট তারকা। রিঙ্কুর এই ঝড়ো ব্যাটিং দেখে কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিলেন লখনউয়ের ভক্তরা।প্রথম তিন বলে ১৬ রান সংগ্রহ করার পর শেষ ৩ বলে কলকাতার দরকার ছিল ৫ রান।
ওভারের চতুর্থ বলে দুই রান সংগ্রহ করেন রিঙ্কু সিং। এরপর ঘটে আশ্চর্যজনক ঘটনা। পঞ্চম বলে তুলে মারতে গিয়ে লখনউ সুপার জায়েন্টসের নির্ভরযোগ্য ক্রিকেটার লুইসের বাহাতে ধরা পড়েন রিঙ্কু সিং। ঠিক তার পরের বলে অর্থাৎ শেষ বলে বোল্ড হন উমেশ যাদব। ফলশ্রুতিতে মাত্র ২ রানে পরাজিত হয় কলকাতা নাইট রাইডার্স।
Evin Lewis, just unbelievable. What a one handed catch.#IPL20222 #KKRvsLSG pic.twitter.com/7EJcQVMLvY
— Harish Jangid (@HarishJ56732474) May 18, 2022
তবে রিঙ্কু সিংয়ের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন লখনউ সুপার জায়েন্টসের অধিনায়ক কে এল রাহুল। প্রায় পরাজিত হওয়া ম্যাচে আশার আলো জাগিয়েছিলেন ভারতীয় এই ক্রিকেটার। কে এল রাহুল ম্যাচ শেষে বলেন,”যদি রিঙ্কু সিং আউট না হতেন তবে নিঃসন্দেহে কলকাতা নাইট রাইডার্স ২১০ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করে জয় নিশ্চিত করত।” উল্লেখ্য, গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ১৫ বলে ৪০ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং।
