
রিটেনশন ক্রিকেটারের তালিকায় একাধিক ভুল করলেও মেগা নিলামে প্রথমেই বাজিমাত করে নিল কলকাতা নাইট রাইডার্স। আজ মেগা অকশনের প্রথম সেশন শেষে ১৯.৫০ কোটি টাকা ব্যয় করে দুই বিধ্বংসী ক্রিকেটারকে কিনে ফেলল কলকাতা নাইট রাইডার্স। সম্ভবত অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ার বিশাল অংকের টাকায় বিট করল কলকাতা নাইট রাইডার্স।
ইতিপূর্বে ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমতিক্রমে চারজন ক্রিকেটারকে রিটার্ন করেছিল কলকাতা নাইট রাইডার্স। যেখানে বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেলকে রিটার্ন করেছিল শাহরুখ খানের কলকাতা।
মেগা নিলামের প্রথমে কলকাতা নাইট রাইডার্সের প্রয়োজন ছিল একজন যোগ্য অধিনায়কের। আর অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ারকে দলে পেতে ১২.২৫ কোটি টাকা খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সকে দলে পেতে ৭.২৫ কোটি টাকা খরচ করেছে আইপিএলের শিরোপা জয়ী দল কলকাতা নাইট রাইডার্স।
