Connect with us

Cricket News

IPL 2022: লক্ষ্য অনুযায়ী দল গঠন করেছে কলকাতা নাইট রাইডার্স, দেখে নিন কেমন হতে পারে সম্ভব্য শক্তিশালী একাদশ?

Advertisement

গত শনিবার এবং রবিবার জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছিল ২০২২ আইপিএলের মেগা অকশন। যেখানে দশটি ফ্র্যাঞ্চাইজি ২০৪ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ করেছে। ভারতীয় প্রিমিয়ার লীগের অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্স ও নিজেদের লক্ষ্য অনুযায়ী দল গঠন করেছে। মেগা নিলামের পূর্বে কলকাতা নাইট রাইডার্স চারজন বিকল্প দলে রিটার্ন করেছিল। তবে অধিনায়ক হিসেবে কাউকে দলে ফেরত পায়নি কলকাতা নাইট রাইডার্স। ফলে মেগা অকশনে তাদের প্রথম এবং প্রধান লক্ষ্য ছিল যোগ্য অধিনায়ক দলে অন্তর্ভুক্ত করা।

মেগা নিলামের প্রথম দিনেই শ্রেয়াস আইয়ারকে ১২.২৫ কোটি টাকায় কিনে বাজিমাত করে কলকাতা নাইট রাইডার্স। অধিনায়কের সাথে সাথে একজন ধারাবাহিক ক্রিকেটার দলের পেয়ে যায় কলকাতা শিবির। ধারণা করা হচ্ছে, আগামী দিনে কলকাতা নাইট রাইডার্সের নেতা হবেন শ্রেয়াস আইয়ার। মেগা অকশন শেষে প্রত্যেকটি দল এখন তাদের সেরা একাদশ বেছে নিতে মরিয়া। সেই তালিকায় পিছিয়ে নেই কলকাতা নাইট রাইডার্সও। কেমন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের শক্তিশালী একাদশ? দেখে নিন এক নজরে-

কলকাতা নাইট রাইডার্সের শক্তিশালী একাদশ: অ্যালেক্স হেলস, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, শ্রেয়স আইয়ার(অধিনায়ক), শেলডন জ্যাকসন, আন্দ্রে রাসেল, অনুকূল রয়, সুনীল নারিন, প্যাট কামিন্স, শিবম মাভি এবং বরুণ চক্রবর্তী।

কলকাতা নাইট রাইডার্সের সম্পূর্ণ স্কোয়াড: শ্রেয়াস আইয়ার, অজিঙ্কা রাহানে, বেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শেল্ডন জ্যাকসন, প্যাট কামিন্স, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিংহ, অনুকুল রায়, রাসিখ সালাম, বাবা ইন্দ্রজিত, চামিকা করুণারত্ন, অভিজিৎ তোমর, প্রথম সিংহ, অশোক শর্মা, স্যাম বিলিংস, অ্যালেক্স হেলস, টিম সাউদি, রমেশ কুমার, মহম্মদ নবি, উমেশ যাদব এবং আমন খান।

Advertisement

#Trending

More in Cricket News