
ভারতীয় প্রিমিয়ার লিগে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ায় পুরনো দলগুলিকে ভেঙে নতুন ভাবে সাজাতে ব্যস্ত ভারতীয় ক্রিকেট বোর্ড। এর জন্য প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির জন্য একাধিক নতুন নিয়ম লাগু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফ্র্যাঞ্চাইজি গুলো চাইলে নিজেদের ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ ৪ জনকে ধরে রাখার অনুমতি দিয়েছে বিসিসিআই। ইতিমধ্যে যার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। সাজানো-গোছানো দল ভেঙে চুরমার হয়ে যাওয়ায় একাধিক ফ্র্যাঞ্চাইজি সমস্যায় পড়েছে। লক্ষ্য এখন মেগা অকশন। নিলামে সেরা ক্রিকেটারকে কিনতে নিজেদের সর্বোচ্চ লড়াই করতে প্রস্তুত প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি।
ভারতীয় প্রিমিয়ার লিগের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যে চারজন ক্রিকেটারকে রিটেন করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়মের জন্য একাধিক তারকা ক্রিকেটারকে ছেড়ে দিতে হয়েছে কলকাতার। তাই পাখির চোখ এখন মেগা নিলাম। কলকাতা নাইট রাইডার্স মেগা অকশনে এই ৫ ক্রিকেটারের পেছনে ছুটতে পারে-
১. শুভমান গিল: ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী ৪ জন ক্রিকেটারকে ধরে রাখতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স। তাই বাধ্য হয়ে তাদের ওপেনিং ব্যাটসম্যান শুভমান গিলকে ছেড়ে দিতে হয়েছে। কিন্তু প্রতিবারই শুভমান গিল কলকাতা নাইট রাইডার্সের জন্য দুর্দান্ত পারফরম্যান্স করে গেছেন। চলতি বছর ভারতীয় প্রিমিয়ার লিগের ১৭ ম্যাচে ৪৭৮ রান করেন তিনি। স্ট্রাইক রেট প্রায় ১১৯।
২. রাহুল ত্রিপাঠী: কলকাতা নাইট রাইডার্সের মধ্যমনি রাহুল ত্রিপাঠী সর্বদা দলের বিপদে দুর্দান্ত পারফরম্যান্স করে থাকেন। চলতি বছর ভারতীয় প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সকে ফাইনালে প্রবেশ করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রাহুল ত্রিপাঠী। অত্যন্ত সাবলীল ভাবে মিডল অর্ডারে ব্যাটিং করেন তিনি। চলতি বছর ভারতীয় প্রিমিয়ার লিগে কলকাতার বেগুনি জার্সি গায়ে ১৭ ম্যাচে ৩৯৭ রান করেছিলেন তিনি।
৩. বেন স্টোকস: টি-টোয়েন্টি ফরম্যাটে বর্তমানে পৃথিবীর অন্যতম সেরা অলরাউন্ডারকে দলে পেতে কে না চায়। চলতি মরশুমে ভারতীয় প্রিমিয়ার লিগের দ্বিতীয় অংশে খেলেননি তিনি। এমনকি দেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেননি বেন স্টোকস। বেন স্টোকস রাজস্থান রয়েলসের অংশ হলেও মেগা অকশনে কলকাতা নাইট রাইডার্স তাকে পেতে মরিয়া হয়ে উঠতে পারে।
৪. দীপক চাহার: এতদিন হলুদ জার্সিতে মাঠে নেমেছেন দীপক চাহার। কিন্তু চেন্নাই সুপার কিংস তাকে ছেড়ে দেওয়ায় আসন্ন নিলামে নাম লেখাতে চলেছেন দীপক চাহার। স্পিন অ্যাটাকের পাশাপাশি পেস বলে ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হতে চায় কলকাতা নাইট রাইডার্স। সে ক্ষেত্রে দেশি ক্রিকেটার দীপক চাহার হতে পারেন তাদের প্রথম পছন্দের। চলতি বছর চেন্নাইয়ের জার্সিতে ১৫ ম্যাচে ১৪টি উইকেট নেন তিনি।
৫. নাথান কোল্টার-নাইল: গতবছর মুম্বাইয়ের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। যদিও আইপিএলের আসরে তেমন সাফল্য পাননি নাথান কোল্টার-নাইল। কিন্তু অস্ট্রেলিয়ার জার্সিতে সংক্ষিপ্ত ওভারের খেলায় অভিজ্ঞতার ভান্ডার রয়েছে তার কাছে। তাছাড়া ব্যাট হাতে মারমুখী ভূমিকায় অবতীর্ণ হতে পারেন তিনি। তাই তার দিকেও কলকাতা নাইট রাইডার্সের নজর থাকবে মেগা নিলামে।
