
আজ আইপিএলের মেগা আসরের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ২০২১ আইপিএলের ফাইনাল ম্যাচে কলকাতাকে পরাস্ত করে শিরোপা অর্জন করেছিল চেন্নাই সুপার কিংস। আজ প্রতিশোধের সেই ম্যাচে বিশাল ব্যবধানে চেন্নাইকে পরাজিত করে জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচটি আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। আইপিএলের মেগা আসরের প্রথম ম্যাচে আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রেয়াস আইয়ারের কলকাতা নাইট রাইডার্স।
শ্রেয়াস আইয়ারের আমন্ত্রণে প্রথমে ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে রবীন্দ্র জাদেজার চেন্নাই সুপার কিংস। ওপেনিং জুটিতে ওপেনিং জুটিতে ঋতুরাজ গায়কোয়াড় রানের খাতা না খুলেই ফেরেন সাজঘরে। এরপর নির্ধারিত সময় অন্তর উইকেট হারাতে থাকে চেন্নাই সুপার কিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রানের অনবদ্য ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনি। এছাড়া অধিনায়ক রবীন্দ্র জাদেজা অপরাজিত ২৬ রানের ইনিংস খেলেন। রবিন উথাপ্পা ব্যক্তিগত ২৮ রানের ইনিংস যোগ করেন দলের খাতায়। নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৩১ রান করতে সক্ষম হয় চেন্নাই সুপার কিংস।
১৩২ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু করে শ্রেয়াস আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। ওপেনিং ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ার ১৬ রানে প্যাভিলিয়নে ফিরলেও ৪৪ রানের নজরকাড়া ইনিংস খেলেন ‘ব্যর্থ’ অজিঙ্কা রাহানে। অধিনায়ক শ্রেয়াস আইয়ার অপরাজিত ২০ রানের ছোট্টো ইনিংস খেলেন। ১০ বল হাতে থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসের প্রধান অস্ত্র ডোয়েন ব্র্যাভো দখল করেন মূল্যবান ৩ উইকেট।
