
আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স জয়লাভ করতে পারলে সেরা চারে যাওয়ার লড়াইয়ে টিকে থাকবে তারা। তাই আজকের ম্যাচটি কলকাতা নাইট রাইডার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল দিল্লি ক্যাপিটালসের কাছে পরাজিত হয় মুম্বাই ইন্ডিয়ান্স। আর সেই কারণেই এখনও সেরা চারের লড়াইয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স বিরোধিতা করবে সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে। মরণ-বাঁচনের লড়াইয়ে আজ কলকাতা বাজিমাত করতে পারলে সেরা চারে প্রবেশের পথে অনেকটাই এগিয়ে যাবে। এবারের আইপিএলে যেকোনো একটি দল ১৪ পয়েন্টস সংগ্রহ করে সেরা চারে জায়গা করে নেবে। বর্তমানে কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়েলস প্রত্যেকের কাছে সুযোগ রয়েছে সেরা চারে প্রবেশের।
বিগত কয়েকটি ম্যাচ কলকাতা নাইট রাইডার্স শিবির ১০ জন ক্রিকেটার নিয়ে খেলেছে। কারণ কলকাতার অধিনায়ক ইয়ন মরগান আইপিএলের দ্বিতীয় অংশে পাঁচটি ম্যাচ খেলে মাত্র ১৫ রান সংগ্রহ করেছেন। বিগত দুটি ম্যাচে শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। আজ প্রথম ক্রিকেটার হিসেবে শূন্য রানের হ্যাটট্রিক করবেন কিনা সেই দিকে নজর রয়েছে ক্রিকেটপ্রেমীদের। অন্যদিকে সাকিব আল হাসানের মত একজন বিশ্ব বিখ্যাত অলরাউন্ডার বসে রয়েছেন প্যাভিলিয়নে। এদিকে সানরাইজ হায়দ্রাবাদ বিগত দুটি ম্যাচে বিধ্বংসী পারফরম্যান্স করেছে। তাই সানরাইজ হায়দ্রাবাদকে হারানো ততটা সহজ হবে না কলকাতা নাইট রাইডার্সের জন্য। চলুন দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে-
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ: শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (c), নীতিশ রানা, দীনেশ কার্তিক (wk), টিম সেফার্ট/সাকিব আল হাসান, সুনীল নারাইন, শিবম মাভি, টিম সাউদি, বরুণ চক্রবর্তী
সানরাইজ হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ: জেসন রায়, ঋদ্ধিমান সাহা (wk), কেন উইলিয়ামসন (c), প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, আবদুল সামাদ, জেসন হোল্ডার, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কৌল, সন্দীপ শর্মা
