Connect with us

Cricket News

IPL 2022: মেগা নিলামে এই ৩ ক্রিকেটারের পেছনে কোটি টাকা খরচ করবে কলকাতা নাইট রাইডার্স!!

Advertisement

আইপিএল ২০২২-এর মেগা আসরে বাড়তে চলেছে আরও দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি। মোট ১০ দলের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল এর ১৫ তম আসর। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে আসন্ন আইপিএলের মেগা অকশনের দিন ধার্য করা হয়েছে। আগামী ১২ও১৩ই ফেব্রুয়ারি সুদূর ব্যাঙ্গালুরুতে বসতে চলেছে মেগা অকশনের আসর। আইপিএলের আসরে দুটি নতুন দল সংযুক্ত হওয়ায় ফ্র্যাঞ্চাইজি গুলোকে আবার নতুন রূপে সাজাতে চলেছে বিসিসিআই। তাই বিগত বছরের ক্রিকেটারকে আসন্ন আইপিএলে অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামা দেখা যেতেই পারে। আসন্ন মেগা অকশনে এই তিন ক্রিকেটারের পিছু ধাওয়া করতে পারে কলকাতা নাইট রাইডার্স-

১. জনি বেয়ারস্টো: ইতিপূর্বে কলকাতা নাইট রাইডার্স ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী চারজন ক্রিকেটারকে রিটেন করেছে। বিগত আইপিএলের আসরে ব্যাট হাতে দুর্দান্ত ওপেনিং করেছিলেন ভেঙ্কটেশ আইয়ার। এবার তার সাথে ব্যাট হাতে ওপেনিং করতে দেখা যেতে পারে ইংলিশ ক্রিকেটার জনি বেয়ারস্টোকে। তাছাড়া দিনেশ কার্তিককে রিলিজ করেছে কলকাতা নাইট রাইডার্স। সেক্ষেত্রে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে দুর্দান্ত বিকল্প হবে জনি বেয়ারস্টো।

২. রাহুল ত্রিপাঠী: ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ চার জন ক্রিকেটারকে ধরে রাখার অনুমতি পেয়েছে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি। তাই একরকম বাধ্য হয়ে কলকাতার মিডল অর্ডারের ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠীকে রিলিজ করতে হয়েছে। ব্যাট হাতে অত্যন্ত সাবলীল রাহুল ত্রিপাঠীকে দলে ফিরে পাওয়ার সুযোগ রয়েছে কলকাতা নাইট রাইডার্স এর কাছে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন আসন্ন মেগা অকশনে সেই সুযোগ কাজে লাগাবে কলকাতা নাইট রাইডার্স।

৩. হার্সেল প্যাটেল: চলতি বছর আইপিএলে সবচেয়ে অধিক উইকেট দখল করেছিলেন রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের পেস বোলার হার্সেল প্যাটেল। এক আইপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় ডোয়েন ব্র্যাভোর পাশে নাম লিখিয়েছেন হার্সেল প্যাটেল। চলতি বছর ভারতীয় প্রিমিয়ার লিগে ৩২ উইকেট দখল করেছিলেন তিনি। এদিকে ডেথ ওভারে কলকাতা নাইট রাইডার্স সর্বদা ব্যাকফুটে পিছিয়ে গেছে। তাই মেগা অকশনে হার্সেল প্যাটেলকে দলে পেতে সর্বোচ্চটা লড়াই করবে কলকাতা নাইট রাইডার্স।

Advertisement

#Trending

More in Cricket News