
নিজেদের তৃতীয় ম্যাচ জয়ের উদ্দেশ্যে আজ শক্তিশালী মুম্বাইয়ের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএলে ১২.২৫ কোটি টাকা ব্যয় করে ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক হিসেবে দলে নিযুক্ত করেছে কলকাতা নাইট রাইডার্স। ইতিমধ্যে তার সুফল ভোগ করতে শুরু করেছে নাইট শিবির। অন্যদিকে পুরনো দল ভেঙে নতুনভাবে দল সাজিয়ে দিশেহারা মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক। আর সেই কারণে ইতিমধ্যে প্রথম দুটি ম্যাচে লজ্জাজনকভাবে হেরেছে রোহিত শর্মার মুম্বাই।
পরিসংখ্যান পাল্টেছে চলতি আসরে, শক্তিমান হিসেবে পরিচিত আইপিএলের আসরে ইতিমধ্যে প্রভাব বিস্তার করেছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে, প্রথম দুটি ম্যাচে মাঠে নেমে হতাশ থেকেছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের মেগা আসরে এখনো পয়েন্টস টেবিলে খাতা খুলতে পারেনি পাঁচবারের শিরোপাজয়ী দল মুম্বাই। অন্যদিকে, তিন ম্যাচে দুটিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের সুবিধাজনক স্থানে জায়গা করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজ ২২ গজের মহারণে কেমন হবে দুই দলের শক্তিশালী একাদশ? চলুন দেখে নেওয়া যাক-
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য শক্তিশালী একাদশ: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, সুনিল নারাইন, মোহাম্মদ নবী, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), টিম সাউদি, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব।
মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য শক্তিশালী একাদশ: ইশান কিশান (উইকেট-রক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), অনমলপ্রীত সিং/সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কাইরন পোলার্ড, টিম ডেভিড, ড্যানিয়েল সামস, এম অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, টিমাল মিলস, জয়দেব উনাদকাট
