Connect with us

Cricket News

KKR Vs MI: আইপিএলে আজ মুখোমুখি কলকাতা-মুম্বাই! নাইটদের এই ৩ ক্রিকেটার ধ্বংস করতে পারেন মুম্বাইকে

Advertisement

২২ গজের মহরণে আজ মুখোমুখি শক্তিশালী কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স। পরপর দুটি ম্যাচে পরাজিত হয়ে মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে নামতে চলেছে মাঠে। অন্যদিকে, ৩ ম্যাচে ২টি তে জয় লাভ করে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা। গ্রুপ পর্যায়ের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে নাইটদের এই ৩ ক্রিকেটার করতে পারে বিধ্বংসী ব্যাটিং। চলুন জেনে নেওয়া যাক-

১. শ্রেয়াস আইয়ার: বিধ্বংসী ব্যাটসম্যানের সংক্ষিপ্ত তালিকায় আজ নাম লেখাতে পারেন শ্রেয়াস আইয়ার। ২০২২ আইপিএলের মেগা নিলাম থেকে তাকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর দলের অধিনায়কত্ব নিয়ে মাঠে নামছেন ভারতীয় এই ক্রিকেটার। বিগত দুটি ম্যাচে ভালো শুরু করলেও ইনিংস লম্বা করতে পারেননি শ্রেয়াস আইয়ার। আজ তার ব্যাট থেকে লম্বা ইনিংস আসতে পারে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।

২. আন্দ্রে রাসেল: শক্তিশালী পাঞ্জাব কিংসকে পরাজিত করতে হলে বলার সাথে সাথে ব্যাট হাতেও জ্বলে উঠতে হবে ক্যারিবিয়ান ক্রিকেটার আন্দ্রে রাসেলকে। প্রথম ম্যাচে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ব্যাট হাতে একাই লড়াই করেছিলেন আন্দ্রে রাসেল। তাছাড়া পাঞ্জাবের বিরুদ্ধে একাই দলকে জিতিয়েছিলেন আন্দ্রে রাসেল। আজকের ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে তার ব্যাট জ্বলে উঠবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

৩. ভেঙ্কটেশ আইয়ার: আইপিএল ২০২১-এ ভেঙ্কটেশ আইয়ার একাই কলকাতা নাইট রাইডার্সকে ফাইনালে পৌঁছে ছিলেন। আইপিএলের দ্বিতীয় অংশে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে প্রতিটা ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন ভারতীয় এই অলরাউন্ডার। এর ফলে ২০২২ আইপিএলের মেগা অকশনের পূর্বে কলকাতা শিবির তাকে রিটেন করেছিল। তবে চলতি আইপিএলে জ্বলে উঠতে পারেননি ভেঙ্কটেশ। আজ দলের প্রয়োজনে রুদ্র মূর্তি ধারণ করতে পারেন ভারতীয় এই অলরাউন্ডার, এমনটা মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Advertisement

#Trending

More in Cricket News