
আইপিএলের পঞ্চদশ তম মেগা আসরে আজ পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। এখনো পর্যন্ত চলতি আইপিএলে প্রথম দল হিসেবে তিনটি ম্যাচ খেলার লিস্টে নাম লেখাবে কলকাতা। গত ম্যাচে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের কাছে ৩ উইকেটে পরাজিত হয় কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে, পাঞ্জাব কিংস তাদের প্রথম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে ২০৫ রানে বিট করে ম্যাচ জেতে। এদিকে বিগত ম্যাচে কলকাতা নাইট রাইডার্স রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাত্র ১২৮ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে। তাই আজকের ম্যাচ কলকাতার জন্য হতে চলেছে অত্যন্ত চ্যালেঞ্জিং।
এদিকে আজকের ম্যাচে পাঞ্জাব কিংস শিবিরে যোগ দিতে চলেছেন বিশ্বের অন্যতম সেরা পেস বোলার কাগিসো রাবাদা। ফলশ্রুতিতে অধিক শক্তিশালী হতে চলেছে পাঞ্জাব কিংসের প্রথম একাদশ। যদিও চেন্নাই সুপার কিংসকে প্রথম ম্যাচে পরাজিত করে আইপিএল যাত্রা শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে আজকের ম্যাচে কলকাতাকে টক্কর দিতে পিছুপা হবে না মায়ানক আগারওয়ালের শক্তিশালী পাঞ্জাব। এক নজরে দেখে নিন, আজকের ম্যাচে কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ-
পাঞ্জাব কিংসের সম্ভাব্য শক্তিশালী একাদশ: মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), শিখর ধাওয়ান, ভানুকা রাজাপাকসে (উইকেট-রক্ষক), লিয়াম লিভিংস্টোন, রাজ বাওয়া, শাহরুখ খান, ওডিয়ান স্মিথ, হারপ্রীত ব্রার, আরশদীপ সিং, রাহুল চাহার, কাগিসো রাবাদা।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য শক্তিশালী একাদশ: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, সুনিল নারাইন, মোহাম্মদ নবী, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, স্যাম বিলিংস (উইকেট-রক্ষক), টিম সাউদি, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব।
