
মহারণের ২২ গজের লড়াইয়ে আজ মুখোমুখি হবে শক্তিশালী রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স। বিগত ম্যাচে দুটি দলই পরাজিত হয়ে আজ নিজেদের চতুর্থ জয়ের লক্ষ্যে মাঠে নামতে চলেছে। রাজস্থান রয়্যালস বিগত ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে হেরে আজ কলকাতার বিরুদ্ধে মাঠে নামবে। অন্যদিকে, পরপর দুটি ম্যাচে পরাজিত হয়ে (দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজ হায়দ্রাবাদ) চতুর্থ জয়ের উদ্দেশ্যে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলের শুরুটা ভালো করলেও বর্তমানে কলকাতার পারফরম্যান্সে ধার কমেছে। অন্যদিকে, আইপিএলের প্রথম দিকে নিজেদের অপরাজেয় দল হিসেবে প্রমাণ করেছিল রাজস্থান রয়্যালস। তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি রাজস্থান। বর্তমানে রাজস্থান এবং কলকাতা পাঁচটি ম্যাচের তিনটিতে জয়লাভ করে ৬ পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে। দেখে নিন, গ্রুপ পর্যায়ের আজ গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ-
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য শক্তিশালী একাদশ: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, সুনিল নারাইন, প্যাট কামিন্স, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, শেল্ডন জ্যাকসন(উইকেটরক্ষক), আর. সালাম, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য শক্তিশালী একাদশ: দেবদত্ত পাডিক্কল, করুণ নায়ার, রাসি ভ্যান ডের ডুসেন, রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, জস বাটলার (উইকেট রক্ষক) এবং সঞ্জু স্যামসন(অধিনায়ক)।
