Connect with us

Cricket News

IPL 2022: এই ক্রিকেটারকে রিলিজ করে বেঁচে গেছে কলকাতা! বুড়ো ঘোড়াকে কিনতে নারাজ আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে সর্বোচ্চ ৪ জন ক্রিকেটারকে ধরে রাখার অনুমতি পেয়েছে। রিটেনশনের দিন ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছে। প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির চোখ এখন আসন্ন মেগা নিলামের উপর। যদিও আইপিএল ২০২২ -এর মেগা নিলাম কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে সঠিকভাবে কোন ইঙ্গিত দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সূত্রের খবর অনুযায়ী, চলতি মাসের শেষে কিংবা আগামী বছরের প্রথম মাসে অনুষ্ঠিত হতে পারে মেগা অকশন।

এদিকে আইপিএলের অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্স চারজন ক্রিকেটারকে রিটেন করেছে। তালিকায় রয়েছেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী এবং ভেঙ্কটেশ আইয়ার। কলকাতা শিবির থেকে বাদ পড়েছেন নিতিশ রানা, শুভমান গিল, প্যাট কামিন্স, ইয়ন মরগান, দীনেশ কার্তিকের মত ক্রিকেটাররা। যদিও দিনেশ কার্তিককে বাদ দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফিরেছে কলকাতা শিবিরে। কলকাতা নাইট রাইডার্সের ভক্তরা মনে করছেন, দীনেশ কার্তিককে রিলিজ করে বেঁচে গেছে কলকাতা নাইট রাইডার্স।

৩৬ বছর বয়স্ক দীনেশ কার্তিক বিগত কয়েক বছর ধরে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন ভারতীয় প্রিমিয়ার লিগে। ব্যাট হাতে না করতে পারছেন রান, না গ্লাপস হাতে দুর্দান্ত উইকেট কিপিং। চলতি বছর আইপিএলের মাঝপথে তার নিকট থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের জন্য একজন বোঝা হিসেবে দাঁড়িয়েছিলেন দীনেশ কার্তিক। আইপিএলের গোটা মরশুমে ১৬ ম্যাচ খেলে কার্তিক ২৩.৭৭ গড়ে করেছেন মাত্র ২২৩ রান। স্ট্রাইক রেট মাত্র ১৩১.২৮। একটাও ফিফটি হাঁকাতে পারেননি তিনি।

এদিকে আইপিএলের মেগা অকশনের পূর্বে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি চাইলে সর্বোচ্চ তিন জন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করাতে পারবে। তবে দিনেশ কার্তিককে নিয়ে কোনোরকম শব্দ করেনি কোন ফ্র্যাঞ্চাইজি। আশা করা হচ্ছে, মেগা নিলামে উঠতে পারেন দীনেশ কার্তিক। তবে দল তার পেছনে অর্থ ডাল কে প্রস্তুত কি না সে বিষয়ে কোনরকম সংকেত মেলেনি। মনে করা হচ্ছে, মেগা অকশনের পূর্বে আইপিএল থেকেও অবসর নিতে পারেন দীনেশ কার্তিক।

Advertisement

#Trending

More in Cricket News