
ভারতীয় প্রিমিয়ার লিগের আজকের খেলায় পরস্পরের বিরোধিতা করতে নামবে শক্তিশালী দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স। বর্তমানে দিল্লি ক্যাপিটালস ১৬ পয়েন্ট করে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের সংগ্রহ ৮ পয়েন্ট। আজকের ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স পরাজিত হলে সেরা চারে লড়াই থেকে এই মৌসুমের জন্য বেরিয়ে যাবে তারা। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস ইতিমধ্যে সেরা চারে জায়গা করে নিয়েছে। আজকের দিনের প্রথম ম্যাচে পরস্পরের মুখোমুখি এই দুই বিধ্বংসী দল নিজেদের পয়েন্টস টেবিলে জায়গা পরিবর্তন করতে চাইবে। কলকাতা নাইট রাইডার্সের এই তিন ক্রিকেটার, যারা আজকের ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করতে পারেন-
১. শুভমান গিল: আইপিএলের দ্বিতীয় অংশে প্রথম দুটি ম্যাচে রান না পেলেও আজকের ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করতে পারেন শুভমান গিল। বিগত ম্যাচে তিনি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ব্যক্তিগত ৯ রানে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন। আজকের ম্যাচে তার ব্যাট থেকে বড় ইনিংসের আসা থাকবে কলকাতা নাইট রাইডার্স শিবিরের।
২. অ্যান্ড্রো রাসেল: বিগত কয়েকটি ম্যাচে সাফল্য পাননি অ্যান্ড্রো রাসেল। কিন্তু বিধ্বংসী ব্যাটিং করার ক্ষমতা রয়েছে এই অলরাউন্ডার ক্রিকেটারের। যদিও বিগত ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে পায়ে চোট পান তিনি। তাই আজকের ম্যাচে তার মাঠে নামাও একটি প্রশ্নের বিষয় থেকে গেছে। যদি তিনি মাঠে নামেন তবে গুরুত্বপূর্ণ ম্যাচে তার ব্যাট থেকে বড় ইনিংস আসতে পারে।
৩. বরুণ চক্রবর্তী: ভারতীয় প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি আলোচিত ক্রিকেটার বরুণ চক্রবর্তী বিগত ম্যাচে তেমন সাফল্য পাননি। তবে মিডল অর্ডারে ব্যাটসম্যানদের বেঁধে রাখার ক্ষমতা রয়েছে তার। তাছাড়া বলের পাকে বেঁধে ফেলতে পারেন যেকোনো তারকা ক্রিকেটারকে। আজকের ম্যাচে কয়েকটি উইকেট দখল করতে পারলে দিল্লি ক্যাপিটালসকে পরাস্ত করতে সুবিধা হবে কলকাতা নাইট রাইডার্সের। তাই তার কাছ থেকে একটা দুর্দান্ত স্পেল দেখার অপেক্ষা করছে কলকাতা শিবির।
