Connect with us

Cricket News

KKR vs RR: মরণ বাঁচনের লড়াইয়ে আজ রাজস্থানের মুখোমুখি কলকাতা! দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

Advertisement

আজকের ম্যাচে জয় বা পরাজয় নিশ্চিত করবে কলকাতা প্লে-অফে পৌঁছাবে কিনা। আজকের ম্যাচে যেকোনোভাবে জয় অর্জন করতে পারলেই প্লে-অফ নিশ্চিত করবে কলকাতা। কারণ রানরেটে অনেকটাই এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাই আগামী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স যত বড় ব্যবধানে জিতুক না কেন আজকের ম্যাচে কলকাতা জয় নিশ্চিত করতে পারলে প্লে-অফে কলকাতা নাইট রাইডার্সকে খেলতে দেখা যাবে। মরণ বচনের লড়াইতে কোন দল জয় নিশ্চিত করবে সেটাই দেখার আগ্রহ ইতিমধ্যে ক্রিকেটপ্রেমীদের উত্তেজিত করে তুলেছে। যেখানে গত ম্যাচে রাজস্থান রয়েলস লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। দীর্ঘ প্রতীক্ষার পর কলকাতা শিবিরের সুযোগ পেয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

দুই দলে আজ একাধিক পরিবর্তন দেখা যেতে পারে। কলকাতা নাইট রাইডার্স শিবিরে অন্তর্ভুক্ত হতে পারেন অ্যান্ড্রো রাসেল। সূত্রের খবর, চোট থেকে সুস্থ হয়ে বর্তমানে একাদশে ফেরার অপেক্ষায় রয়েছেন হাই হিটার ব্যাটসম্যান অ্যান্ড্রো রাসেল। যদিও চলতি মৌসুমে এখনো রাসেলের ব্যাট থেকে লম্বা ইনিংস আসেনি। অন্যদিকে গত ম্যাচে রাজস্থান রয়েলস পরাজিত হলেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৯০ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করে জিতেছিল রাজস্থান রয়েলস। যদিও রাজস্থান রয়েলস এবারের আইপিএলে প্লে অফে ওঠার তালিকা থেকে বাদ পড়েছে। কিন্তু কলকাতাকে আজকের ম্যাচে একচুল ছাড় দিতে নারাজ রাজস্থান। আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজকের দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হতে চলেছে দেখে নিন –

কলকাতার সম্ভাব্য একাদশ: শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, ইয়ন মরগান (c), দীনেশ কার্তিক (wk), সাকিব আল হাসান/অ্যান্ড্রো রাসেল, সুনীল নারাইন, টিম সাউদি, বরুণ চক্রবর্তী, শিবম মাভি

রাজস্থানের সম্ভাব্য একাদশ: এভিন লুইস, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (c & wk), শিবম দুবে, গ্লেন ফিলিপস, ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, মায়াঙ্ক মারখান্ডে/শ্রেয়স গোপাল, চেতন সাকারিয়া, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান

Advertisement

#Trending

More in Cricket News