
অভিশপ্ত মাঠে আবারও পরাজয়ের স্বাদ গ্রহণ করল কলকাতা নাইট রাইডার্স। অভিশপ্ত ব্রেবোর্ন স্টেডিয়াম। যে স্টেডিয়ামে ইতিপূর্বে চারটি ম্যাচ খেলেছিল কলকাতা নাইট রাইডার্স। যেখানে প্রত্যেকটি ম্যাচে পরাজয়ের গ্লানি মাথায় তুলেছে নাইট বাহিনী। সেই মাঠেই গতকাল শক্তিশালী রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আর এবারও সেই মাঠে পরাজিত হওয়ার লজ্জাজনক ধারাবাহিকতা বজায় রাখল কলকাতা নাইট রাইডার্স। টানা দুটি ম্যাচে পরাজিত হওয়ার পর গতকাল জয় সন্ধানে রাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমেছিল কলকাতা।
তবে অধরা থেকে গেল সূর্যোদয়। রাজস্থানের বিরুদ্ধে ৭ রানে পরাজিত হয়ে হারের হ্যাটট্রিক করল কলকাতা নাইট রাইডার্স। গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার। টসে হেরে কলকাতার আহবানে প্রথমে ব্যাটিং করতে নেমে জস বাটলারের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে ২১৭ রান সংগ্রহ করে রাজস্থান। দলের হয়ে সর্বোচ্চ ১০৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন জজ বাটলার।
২১৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথমেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং ব্যাটসম্যান সুনীল নারাইন। এরপর অবশ্য অ্যারন ফিঞ্চ এবং অধিনায়ক শ্রেয়াস আইয়ারের মধ্যে শতরানের পার্টনারশিপ তৈরি হয়। মাত্র ২৮ বলে ৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যারন ফিঞ্চ। অন্যদিকে, অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৫১ বলে খেলেন ৮৫ রানের লম্বা ইনিংস। তাছাড়া উমেশ যাদবের ২১ রানের ইনিংস ছাড়া মনে রাখার মত ইনিংস আসেনি কারো ব্যাট থেকে। মিডল অর্ডারের ব্যর্থতায় রাজস্থানের বিরুদ্ধে পরাজিত হয় কলকাতা। ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করতে সক্ষম হয় কলকাতা নাইট রাইডার্স।
