
২০২২ আইপিএল শুরু হওয়ার পূর্বে কলকাতা নাইট রাইডার্স শিবির থেকে বিতাড়িত হয়েছিলেন দীনেশ কার্তিক। যদিও তাকে ছাড়াই দল গঠন করার একাধিক কারণ ছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে। কিন্তু আইপিএলের গত আসরে ব্যর্থ সেই ক্রিকেটার আজ কলকাতার মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে উঠেছেন। আপনাদের জানিয়ে রাখি, গতবার কেকেআরের হয়ে তেমন আহামরি খেলতে পারেননি দীনেশ কার্তিক। ১৭ ম্যাচে ২২৩ রান করেছিলেন। গড় ছিল ২২.৩। স্ট্রাইক রেট ১৩১.১৭। সেই পরিস্থিতিতে এবার তাঁকে রিটেন করেনি কলকাতা নাইট রাইডার্স। এমনকি মেগা অকশনে তার পেছনে ছোটার আগ্রহ দেখায়নি নাইট শিবির।
এবার কলকাতার অবহেলিত সেই ক্রিকেটার কলকাতার বিরুদ্ধে খেলেন জয়সূচক ইনিংস। গতকাল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ২২ গজের লড়াইয়ে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। যেখানে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়ে নাইট শিবির। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে তারা ১২৮ রান সংগ্রহ করে। মাত্র ১২৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৭ রানে মূল্যবান ৩ উইকেট হারিয়ে ফেলে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তবে মিডল অর্ডারে শাহনবাজ আহমেদের ২৭ রানের ছোট্ট ইনিংসে সম্বিত ফিরে পায় ব্যাঙ্গালোর।
এরপর হার্সেল প্যাটেলের সাথে জুটি বেঁধে শেষ কাজটি করেন একসময় কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিক। মাত্র ৭ বলে ১৪ রানের ইনিংস খেলেন তিনি। এর ফলে ৪ বল হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে ব্যাঙ্গালোরের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলেছিলেন মাত্র ১৪টি বল খেলেছিলেন দীনেশ কার্তিক। আর তাতেই ২২৯ স্ট্রাইক রেটে ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেন ডিকে। ছোট্ট এই বিধ্বংসী ইনিংসে তিনি তিনটি ওভার বাউন্ডারি এবং তিনটি বাউন্ডারি মারেন। গতকাল কলকাতার বিরুদ্ধে জয়সূচক ইনিংস আবারো কাটা ঘায়ে নুনের ছিটা দিল কলকাতা শিবিরকে।
